Xiaomi Pad 7 & 7 Pro Launched

শাওমি প্যাড ৭ ও শাওমি প্যাড ৭ প্রো ট্যাবলেট লঞ্চ হল, বড় স্ক্রিন ও ব্যাটারি সহ রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর

Xiaomi Pad 7 & 7 Pro Launched - শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো স্মার্টফোনের সাথে আজ শাওমি প্যাড ৭ সিরিজ লঞ্চ হয়েছে। এই ট্যাবলেট সিরিজের অধীনে শাওমি প্যাড ৭ ও শাওমি প্যাড ৭ প্রো মডেল দুটি বাজারে এসেছে।

Julai Mondal 29 Oct 2024 10:49 PM IST

শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো স্মার্টফোনের সাথে আজ শাওমি প্যাড ৭ সিরিজ (Xiaomi Pad 7 Series) লঞ্চ হয়েছে। এই ট্যাবলেট সিরিজের অধীনে শাওমি প্যাড ৭ ও শাওমি প্যাড ৭ প্রো মডেল দুটি বাজারে এসেছে। উভয় মডেলই প্রিমিয়াম রেঞ্জে এসেছে। আর এই দুই ট্যাবলেটে পাওয়া যাবে হাইপারওএস ২ অপারেটিং সিস্টেম, ৩.২কে রেজোলিউশনের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৮,৮৫০ এমএএইচ ব্যাটারি। আসুন শাওমি প্যাড ৭ ও শাওমি প্যাড ৭ প্রো এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া।

শাওমি প্যাড ৭ ও শাওমি প্যাড ৭ প্রো: দাম ও উপলব্ধতা

শাওমি প্যাড ৭ ও শাওমি প্যাড ৭ প্রো যথাক্রমে তিনটি ও চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এদের দাম নীচে দেওয়া হল -

শাওমি প্যাড ৭:

৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৫৫০ টাকা)

৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ২২৯৯ ইউয়ান (প্রায় ২৭,০০০ টাকা)

১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ২৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,৬৩০ টাকা)

শাওমি প্যাড ৭ প্রো:

৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ২৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৪০০ টাকা)

৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ২৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৯০০ টাকা)

১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৩০৯৯ ইউয়ান (প্রায় ৩৬,৫০০ টাকা)

১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ৩৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,২০০ টাকা)

শাওমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে শাওমি প্যাড ৭ ও শাওমি প্যাড ৭ প্রো আজ থেকেই কেনা যাবে। এই সিরিজের ডিভাইসগুলি স্কাই ব্লু, সায়ান গ্রীন ও ব্ল্যাক কালারে এসেছে।

শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো: স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি প্যাড ৭ সিরিজে আছে ১১.২ ইঞ্চি ৩.২কে এলিসিডি ডিসপ্লে আছে, যা ৩২০০ x ২১৩৬ পিক্সেল রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৮০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। সংস্থার তরফে জানানো হয়েছে, দুই ট্যাবের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে অপশনাল ন্যানো ম্যাট স্ক্রিন কেনা যাবে, এরজন্য ২০০ ইউয়ান অর্থাৎ প্রায় ২,৩০০ টাকা খরচ করতে হবে। শাওমি প্যাড ৭ ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭ প্লাস ৩ প্রসেসর এবং প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এগুলিতে শাওমি হাইপারকোর সফটওয়্যার হার্ডওয়্যার সিস্টেম উপস্থিত, যা পারফরম্যান্স বাড়াবে।

উভয় ট্যাবলেট শাওমির নতুন হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলবে। ক্যামেরার কথা বললে, শাওমি প্যাড ৭ এর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। যেখানে শাওমি প্যাড ৭ প্রো মডেলে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের কথা বললে, দুটি ট্যাবে ৮৮৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তবে বেস মডেলে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও প্রো মডেলে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

শাওমি প্যাড ৭ সিরিজে স্লিক মেটাল ইউনিবডি ডিজাইন পরিলক্ষিত হবে। এগুলির ওজন ৫০০ গ্রাম। সাউন্ডের জন্য ট্যাব দুটিতে ফোর চ্যানেল সারাউন্ড সাউন্ড যুক্ত কোয়াড স্পিকার দেওয়া হয়েছে। আর এদের ডিসপ্লে টিইউভি রেহইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত।

Show Full Article
Next Story