শাওমি তাদের বহু প্রতীক্ষিত Xiaomi Pad 7 লাইনআপটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি গত বছর এপ্রিলে লঞ্চ হওয়ার জনপ্রিয় Xiaomi Pad 6 সিরিজের উত্তরসূরী। এই নতুন লাইনআপে দুটি মডেল থাকবে বলে আশা করা হচ্ছে – Xiaomi Pad 7 এবং Pad 7 Pro। Pro মডেলটি ইতিমধ্যেই চীনের 3C (CCC) সার্টিফিকেশনের পাশাপাশি সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) ডেটাবেসে উপস্থিত হয়েছে। এখন, এক টিপস্টার এই আসন্ন ট্যাবলেটগুলি সম্পর্কে কিছু বিবরণ প্রকাশ করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Xiaomi Pad 7 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) এর সাম্প্রতিক ওয়েইবো পোস্ট অনুসারে, শাওমি প্যাড 7 ট্যাবলেটটি স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, 144 হার্টজ রিফ্রেশ রেট সহ 11 ইঞ্চির 3কে এলসিডি ডিসপ্লে এবং 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 10,000 এমএএইচ ব্যাটারি সহ আসবে।
ইতিমধ্যেই জানা গেছে যে, শাওমি প্যাড 7 প্রো স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং 144 হার্টজের ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ব্যাটারি ক্ষমতা এবং চার্জিং গতি স্ট্যান্ডার্ড শাওমি প্যাড 7 এর মতোই হবে বলে আশা করা হচ্ছে। ডিসিএস এও শেয়ার করেছেন যে, এই দুটি ট্যাবলেট হাইপারওএস 2.0 কাস্টম স্কিনের সাথে আত্মপ্রকাশ করবে, যা শাওমি 15 সিরিজের পাশাপাশি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi Pad 7 সিরিজের এই ট্যাবলেটগুলি আগে চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছিল। তবে এখন লাইনআপটি Xiaomi 15 সিরিজের সাথে অক্টোবরে আসবে বলে আশা করা হচ্ছে। উভয় ট্যাবলেট প্রাথমিকভাবে চীনা বাজারে লঞ্চ হবে এবং সম্ভবত তার পরপরই বিশ্ব বাজারে পৌঁছাবে। যেহেতু, Xiaomi Pad 7 Pro ইতিমধ্যেই সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন পাশ করেছে, তাই এটা নিশ্চিত যে ব্র্যান্ডটি এই ট্যাবলেটগুলিকে চীনের বাইরে পাঠানোর পরিকল্পনা করেছে।