Xiaomi: শাওমির নয়া চমক OLED ট্যাবলেট, 24 জিবি র‍্যাম ও 10,000mah ব্যাটারি তাক লাগাবে

Xiaomi বর্তমানে তাদের নেক্সট জেনারেশন ট্যাবের উপর কাজ করছে, যার নাম Pad 7 সিরিজ। এটি সংস্থার ফ্ল্যাগশিপ ট্যাবলেট লাইনআপ হিসাবে আসছে। লঞ্চ হতে পারে অক্টোবরের…

xiaomi pad 7 series oled tablet launching soon with 24gb ram flagship snapdragon chipset

Xiaomi বর্তমানে তাদের নেক্সট জেনারেশন ট্যাবের উপর কাজ করছে, যার নাম Pad 7 সিরিজ। এটি সংস্থার ফ্ল্যাগশিপ ট্যাবলেট লাইনআপ হিসাবে আসছে। লঞ্চ হতে পারে অক্টোবরের মাঝামাঝি সময়ে। এই ট্যাব সম্পর্কে ইতিমধ্যেই নানা তথ্য সামনে এসেছে। এখন একটি রিপোর্ট Xiaomi Pad 7 সিরিজ সম্পর্কে আরও কিছু বিবরণ প্রকাশ করেছে।

বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Pad 7 সিরিজে তিনটি ট্যাবলেট থাকবে। শাওমি প্রথম দু’টি মডেল Snapdragon 8 Gen 3 লিডিং ভার্সনের সঙ্গে লঞ্চ করবে। এই ট্যাব দু’টিতে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লের সাইজ 11 থেকে 12 ইঞ্চির মধ্যে থাকবে।

আরও পড়ুন: সস্তা ফোনেও 512 জিবি স্টোরেজ? P সিরিজের হাত ধরে বড় সিদ্ধান্ত নিতে পারে Realme

Xiaom Pad 7 সিরিজের তৃতীয় ট্যাবলেট 11 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে আসবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতেও Snapdragon 8 সিরিজের সাব-ফ্ল্যাগশিপ চিপসেট থাকতে দেখা যাবে। সেটা Snapdragon 8 Gen 2 বা 8 Gen 3 হতে পারে। 24 জিবি র‍্যাম পাওয়া যাবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। সফটওয়্যার হিসাবে HyperOS 2.0 প্রি-লোড করা থাকবে।

আরও পড়ুন: Xiaomi Pad 7: আইপ্যাড ভুলে যাবেন, চোখ কপালে উঠবে শাওমির ট্যাবের ফিচার্স শুনলে

ডিজাইনের নিরিখে, Pad 6 সিরিজের মতো দেখতে হবে। পাওয়ার ব্যাকআপের জন্য 10,000mAh ক্যাপাসিটির পাওয়ারফুল ব্যাটারি থাকার সম্ভাবনা Xiaomi Pad 7 সিরিজে। এটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। অক্টোবরের মধ্যে শাওমির এই অত্যাধুনিক ট্যাবলেট লাইনআপ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন