Xiaomi Redmi ও Poco ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল অক্টোবরের সিকিউরিটি আপডেট

অক্টোবর মাস আসতে না আসতেই Xiaomi তাদের স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য অক্টোবর ২০২৪ সিকিউরিটি আপডেট নিয়ে এল। আপাতত প্রথম ডিভাইস হিসেবে Xiaomi Pad 6 এই…

Xiaomi Starts Rollout October 2024 Security Update For Xiaomi Pad 6

অক্টোবর মাস আসতে না আসতেই Xiaomi তাদের স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য অক্টোবর ২০২৪ সিকিউরিটি আপডেট নিয়ে এল। আপাতত প্রথম ডিভাইস হিসেবে Xiaomi Pad 6 এই আপডেট পেয়েছে। শীঘ্রই‌ সংস্থার অন্যান্য মডেলেও এই সিকিউরিটি আপডেট চলে আসবে। ফলে ডিভাইসগুলি নতুন সিকিউরিটি সমস্যা সমাধান করতে সক্ষম হবে।

Xiaomi Pad 6 ট্যাবলেট পেল হাইপারওএস অক্টোবর আপডেট

শুরুতেই বলি, সিকিউরিটি আপডেট আনার উদ্দেশ্য হল ডিভাইসের সিস্টেমকে শক্তিশালী করা। পাশাপাশি বাগ ফিক্স করা। ফলে হ্যাকাররা সহজে ডিভাইসগুলির নিয়ন্ত্রণ নিতে পারে না। তাই নতুন সিকিউরিটি আপডেট আসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এগুলি ডাউনলোড ও ইনস্টল করাও জরুরি।

সেই কারণে Xiaomi দ্রুত তাদের ফোন বা ট্যাবলেটে সিকিউরিটি আপডেট পৌঁছে দিচ্ছে। Xiaomi Pad 6 ব্র্যান্ডের প্রথম ডিভাইস হিসেবে অক্টোবর ২০২৪ সিকিউরিটি আপডেট পেয়েছে। এর বিল্ড নম্বর হল – OS1.0.11.0.UMZCNXM। আপাতত চীনের জন্য আপডেট রোলআউট করা হয়েছে বলে জানা গেছে।

আর শাওমি প্যাড ৬ এর জন্য আসা এই নতুন আপডেটের ডাউনলোড সাইজ ২৫ এমবি। এর মাধ্যমে ট্যাবটির বিভিন্ন বাগ ঠিক করা হয়েছে। ফলে এটি এখন দুর্দান্ত পারফরম্যান্স দেবে। আশা করা যায়, আগামী সপ্তাহ থেকে Xiaomi, Redmi, Poco-র ডিভাইসগুলিতে এই আপডেট আসতে শুরু করবে। শুরুতে চীনের এবং এর কিছুদিন পরে অন্যান্য অঞ্চলের ডিভাইসের জন্য অক্টোবর ২০২৪ সিকিউরিটি আপডেট রোলআউট করা হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন