মোবাইলের পর এবার ট্যাবের বাজার কাঁপাবে Xiaomi, বিস্তারিত জানলে অবাক হয়ে যাবেন

একের পর এক ফোন লঞ্চ করার পর এবার শাওমি একটি নতুন ট্যাবলেট বাজারে আনতে চলেছে বলে খবর সামনে এসেছে। জল্পনা বাড়িয়ে সম্প্রতি...
Ananya Sarkar 24 Jan 2024 2:22 PM IST

একের পর এক ফোন লঞ্চ করার পর এবার শাওমি একটি নতুন ট্যাবলেট বাজারে আনতে চলেছে বলে খবর সামনে এসেছে। জল্পনা বাড়িয়ে সম্প্রতি ব্র্যান্ডের, এক নয়া ট্যাব 24018RPACC মডেল নম্বর সহ চীনের 3C কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে৷ কিন্তু এটি বিদ্যমান Xiaomi Pad 6 সিরিজের, নাকি পরবর্তী প্রজন্মের Pad 7 লাইনআপে অন্তর্গত, তা এখনও স্পষ্ট নয়। 3C থেকে ডিভাইসটির ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে জানা গেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে এই আপকামিং ট্যাবলেটে ব্যবহৃত চিপসেটের নাম এবং লঞ্চের টাইমলাইন প্রকাশ্যে এসেছে।

Xiaomi-এর Snapdragon 8 Gen 2- চালিত ট্যাবলেট শীঘ্রই আসছে বাজারে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট যুক্ত একটি ট্যাবলেট সম্পর্কে জানিয়েছেন, যা বড় ফর্ম ফ্যাক্টর সহ আসবে। যদিও তিনি স্পষ্টভাবে নাম উল্লেখ করেননি, তবে ওয়েইবো পোস্টের কমেন্টে সেকশনে একাধিক মন্তব্য থেকে অনুমান করা হচ্ছে যে, সেটি Xiaomi 24018RPACC ট্যাবলেট হতে পারে।

জানিয়ে রাখি, 24018RPACC চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে ১২০ ওয়াট ফাস্ট চার্জারের সাথে দেখা গেছে। ট্যাবলেটটি এইচডিআর ভিভিড (HDR Vivid) সার্টিফিকেশনও পেয়েছে, যা নিশ্চিত করে যে এটি ইউজারদের আরও সমৃদ্ধ ভিউয়িং এক্সপেরিয়েন্স অফার করবে।

টিপস্টার বলেছেন যে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত ট্যাবলেটটি কোম্পানির অন্যান্য ডিভাইসের সাথে একটি ইন্টারকানেক্টেড এক্সপেরিয়েন্স প্রদান করবে, তাই মনে করা হচ্ছে, এটি সম্ভবত শাওমির লেটেস্ট হাইপারওএস (HyperOS) ইউজারদের ইন্টারফেসের সাথে আসবে। তিনি এও দাবি করেছেন যে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে Xiaomi 24018RPACC ট্যাবলেটটি বাজারে আসতে পারে।

এছাড়াও, ডিসিএস সূত্রে জানা গেছে যে শাওমি ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 3-চালিত ট্যাবলেটের ওপরও কাজ করছে, যেটিতে ওলেড (OLED) প্যানেল থাকবে। মনে করা হচ্ছে যে, এই ডিভাইসগুলি Xiaomi Pad 7 সিরিজের অংশ হতে পারে। তবে, Xiaomi 24018RPACC ট্যাবটির বাণিজ্যিক নাম জানার জন্য আরও কিছু রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

Show Full Article
Next Story