আপনার ফটো দেখে চমকে যাবে সকলে, সবার জন্য ফ্রি হচ্ছে Google AI এডিটিং ফিচার

টেক জায়ান্ট Google সম্প্রতি তাদের 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' (AI) ভিত্তিক ফটো এডিটিং টুলগুলি খুব শীঘ্রই Google Photos...
SUMAN 11 April 2024 10:08 PM IST

টেক জায়ান্ট Google সম্প্রতি তাদের 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' (AI) ভিত্তিক ফটো এডিটিং টুলগুলি খুব শীঘ্রই Google Photos ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে উপলব্ধ করার ঘোষণা করেছে। জানিয়ে রাখি এই সিদ্ধান্তের ফলে - ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার, পোর্ট্রেট লাইটের মতো AI এডিটিং টুল, যেগুলি এখনো পর্যন্ত শুধুমাত্র Pixel এবং Google One হ্যান্ডসেটের জন্য সীমাবদ্ধ ছিল তা ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। আপনারাও যদি এই ফটো স্টোরেজ এবং শেয়ারিং পরিষেবার গ্রাহক হয়ে থাকেন তবে এই টুল সহ একাধিক উল্লেখযোগ্য AI এডিটিং বৈশিষ্ট্যের অ্যাক্সেস আগামী মাসের দ্বিতীয়ার্ধ থেকে নিখরচায় পেয়ে যাবেন।

কবে থেকে Google Photo ব্যবহারকারীরা বিনামূল্যে AI এডিটিং ফিচার ব্যবহার করতে পারবেন?

গুগল হালফিলে X প্ল্যাটফর্মে একটি পোস্ট https://x.com/Google/status/1778138874981540007 শেয়ার করেছিল। যা নিশ্চিত করেছে, গুগল ফটোস অ্যাপ ব্যবহারকারীরা আগামী 15ই মে থেকে এআই ফটো এডিটিং ফিচারের সুবিধা বিনামূল্যে পেতে চলেছে। যার পর - ম্যাজিক ইরেজার (অবাঞ্ছিত বস্তু অপসারণ করার জন্য), ফটো আনব্লার (অস্পষ্টতা কমাতে সাহায্য করবে) এবং পোর্ট্রেট লাইট (বোকেহ এফেক্ট যোগ করবে) এডিটিং টুলগুলি ব্যবহার করতে সক্ষম হবেন আপনারা।

প্রসঙ্গত, উল্লেখিত তারিখের পরও - অডিও ইরেজার, বেস্ট টেক, সুপার রেস জুম এবং ভিডিও বুস্ট এআই-ভিত্তিক এডিটিং ফিচারগুলি পিক্সেল 8 সিরিজ এক্সক্লুসিভ থাকবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু টেক জায়ান্টটি জনপ্রিয় 'ম্যাজিক এডিটর' টুল -টি সমস্ত গুগল ফটোস ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে উপলব্ধ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। কিন্তু উক্ত ফিচার ব্যবহারের ক্ষেত্রে একটা শর্ত রাখা হবে হয়তো। বলা হচ্ছে, গুগল ফটোস ব্যবহারকারীরা প্রতি মাসে ম্যাজিক এডিটর ব্যবহার করে মাত্র 10টি ছবি ডিভাইসে সংরক্ষণ করতে পারেন। তবে 10টির অধিক ছবি এডিট করার জন্য হয়তো গুগল ওয়ান (Google One) সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়বে।

Google AI এডিটিং ফিচার ব্যবহারের জন্য ডিভাইসে কি কি প্রয়োজন?

সুন্দর পিচাইয়ের টেক জায়ান্ট বিকশিত এই বিশেষ এআই ফটো এডিটিং ফিচারগুলি জন্য আপনাদের অ্যান্ড্রয়েড অথবা আইওএস (iOS) ডিভাইসে নিম্নলিখিত হার্ডওয়্যার ও সফ্টওয়্যার সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি বিদ্যমান থাকা আবশ্যক -

অ্যান্ড্রয়েড (Android) -

  • 64-বিট প্রসেসর
  • 3 জিবি র‌্যাম
  • অ্যান্ড্রয়েড ওরিও বা উচ্চতর ওএস সংস্করণ

আইওএস (iOS) -

  • 64-বিট প্রসেসর
  • 3 জিবি র‌্যাম
  • iOS 15 বা উচ্চতর ওএস সংস্করণ

জানিয়ে রাখি, মোবাইলের পাশাপাশি Pixel-সিরিজের ট্যাবলেট, ক্রোমবুক এবং আইপ্যাডের জন্যও বিনামূল্যে AI ফটো এডিটিং ফিচার রোলআউট করবে Google। এক্ষেত্রে আগামী মে মাসের 15 তারিখ থেকে ফিচারটি রিলিজের কাজ শুরু করা হবে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটি অঞ্চলের ডিভাইসের জন্য উপলব্ধ করা হবে বলে জানা গেছে।

Show Full Article
Next Story