16 বছর আগের এই iPhone-এর মূল্য 26 লাখ, কি এমন বিশেষত্ব রয়েছে জেনে নিন

Apple iPhone-এর দাম সবসময়ই অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশি। যদিও কোনো একটি মডেল লঞ্চ হওয়ার পর, সময় এগোনোর সাথে সাথে তার দাম কমতে শুরু করে। আবার…

Apple iPhone-এর দাম সবসময়ই অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশি। যদিও কোনো একটি মডেল লঞ্চ হওয়ার পর, সময় এগোনোর সাথে সাথে তার দাম কমতে শুরু করে। আবার এখন তো বিভিন্ন অফারের দৌলতে পছন্দের iPhone কম খরচে পকেটস্থ করা যায়। তবে যে ফোন যত পুরোনো, তার মূল্যও তত কম – এই চলতি ধারণায় এবার খানিকটা ছেদ পড়েছে বলেই মনে হচ্ছে! কারণ সম্প্রতি একটি ১৬ পুরোনো iPhone-এর দাম ২৬ লাখ টাকায় গিয়ে ঠেকেছে। হ্যাঁ ঠিকই পড়েছেন, ২০০৭ সালে লঞ্চ হওয়া iPhone এত বছর পর লেটেস্ট iPhone 14 সিরিজের থেকেও কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে। তবে এর পেছনে রয়েছে একটিই কারণ! আসুন, এখন ‘মরা হাতি লাখ টাকা’ প্রবাদের বাস্তব উদাহরণ অর্থাৎ ‘প্রাচীন’ আইফোনের চড়া দামে বিকোনোর পেছনে থাকা সেই কারণটি জেনে নিই…

পুরোনো হলেও নতুনের থেকে বেশি দাম এই iPhone-এর, কারণ প্রাচীনত্ব?

আসলে বর্তমানে যে পুরোনো আইফোন মডেলটির দাম নিয়ে হইচই পড়েছে, সেটি অ্যাপলের সবচেয়ে পুরোনো আইফোন লাইনআপের মধ্যে একটি। ২০০৭ সালে কোম্পানি ৫৯৯ ডলারে (প্রায় ৪৯,২৫৮ টাকা) লঞ্চ করে তাদের প্রথম আইফোন লঞ্চ করে। আর ওই সময় থেকে এখনও অবধি আলোচ্য আইফোন ইউনিটটির রিটেল বক্স ওপেন হয়নি। অর্থাৎ ব্যবহার তো দূরের কথা, ম্যানুফ্যাকচারিংয়ের পর থেকে যেমনকার তেমন সিলড্ অবস্থায় রয়েছে আইফোনটি। আর এই কারণেই এটিকে দুঃস্প্রাপ্য হিসেবে নিলামে তোলা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, নিলামে এই আইফোনটির দাম শুরু হচ্ছে ৩২,০০০ ডলার (প্রায় ২৬ লাখ টাকা) থেকে। আইফোনটি সংগ্রহ করার জন্য নিলামে অংশগ্রহণ করতে চাইলে নিদেনপক্ষে এই দাম দিতেই হবে। তবে এত টাকা খরচ করলেও যে এটি আপনার হাতে আসবেই, এমন নয়! কারণ, অনুমান করা হচ্ছে, নিলামে এর দাম ৪০,০০০ ডলার এমনকি ৬০,০০০ ডলার (আনুমানিক ৫০ লাখ টাকা) অবধি উঠতে পারে!

কী আছে ১৬ বছর পুরোনো iPhone-এ?

মনে রাখবেন, ২০০৭ সালে লঞ্চ হওয়া আইফোনটি কিন্তু এখনকার মত প্রিমিয়াম ফিচার অফার করবেনা। বদলে এই প্রথম জেনারেশনের আইফোনে ৩.৫ ইঞ্চি টাচ স্ক্রিন, ২ মেগাপিক্সেল ক্যামেরা, সাফারি ওয়েব ব্রাউজার এবং ৮ জিবি পর্যন্ত হার্ডড্রাইভ রয়েছে। তাই স্টাইল সেগমেন্ট হিসেবে বা প্রিমিয়াম ফিচার ব্যবহারের জন্য নয়, যদি কারো ‘অ্যান্টিক’ বা পুরোনো জিনিস সংগ্রহের নেশা থাকে, তাহলে তারা এই আইফোন কেনার চেষ্টা করতেই পারেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন