TVS Apache-কে টেক্কা দিতে সম্পূর্ণ নয়া রূপে Pulsar 150 লঞ্চ করবে Bajaj, খুঁটিনাটি জেনে নিন

এ বছর জুনে বাজাজ অটো (Bajaj Auto) Pulsar N160 লঞ্চ করেছিল। সেগমেন্টের প্রথম ডুয়েল চ্যানেল এবিএস (ABS) এবং এফআই (FI)...
SUMAN 21 Sept 2022 2:02 PM IST

এ বছর জুনে বাজাজ অটো (Bajaj Auto) Pulsar N160 লঞ্চ করেছিল। সেগমেন্টের প্রথম ডুয়েল চ্যানেল এবিএস (ABS) এবং এফআই (FI) ইঞ্জিন সহ এসেছে বাইকটি। এদিকে Bajaj Pulsar 150 দীর্ঘদিন হয়ে গেল, কালার স্কিম ছাড়া কোনো আপডেট পায়নি। তাই এবারে Pulsar N160 এর আর্কিটেকচারের উপর ভিত্ত করে বাজাজ নতুন প্রজন্মের ১৫০ সিসির পালসার আনতে চলেছে বলেই ইঙ্গিত মিলেছে। কারণ সম্প্রতি ভারতের রাস্তায় 2022 Bajaj Pulsar N150-এর ট্রায়াল চালাতে দেখা গিয়েছে। যা মোটরসাইকেলটির শীঘ্র লঞ্চের জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। আবার ফাঁস হওয়া মডেলের ছবি দেখে মনে করা হচ্ছে এটি Pulsar N150-এর প্রোডাকশন রেডি ভার্সন।

Bajaj Pulsar N150 মডেলের দু’চাকায় ডিস্ক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক – উভয় ভ্যারিয়েন্টেরই ট্রায়ালের সময় দর্শন মিলেছে। যাদের আদ্যপান্ত ক্যামোফ্লেজে মোড়ানো। স্পাই ছবি দেখে অনুমান করা হচ্ছে N150-তে Pulsar N160-র বেশকিছু ফিচার দেওয়া হতে পারে। যেমন বাল্ব-টাইপ ইন্ডিগেটর, এলইডি টেললাইট এবং একটি সেমি ডিজিটাল ইনফিনিটি ডিসপ্লে। ওল্ফ-আইড এলইডি ডিআরএল সহ নতুন ডিজাইনের প্রোজেক্টর হেডল্যাম্প বাইকটিকে এর উত্তরসূরী মডেলের সাথে ফারাক তৈরি করেছে।

Pulsar N150-র ট্যাঙ্ক এক্সটেনশন এবং ইঞ্জিন কাউল Pulsar LS135-এর ন্যায় দেখতে। আসন্ন মডেলটিতে দেখা মিলেছে টু-পিস সিট, ইন্টিগ্রেটেড ফেন্ডার, লাইসেন্স প্লেট হোল্ডার এবং চেইন কভার। 2022 Pulsar N150-র চূড়ান্ত প্রোডাকশন ভার্সানে সরু টায়ারের একটি নতুন অ্যালয় হুইল দেওয়া হতে পারে। আবার Pulsar 250-র নতুন চ্যাসিস এতে ব্যবহার করা হতে পারে।

একটি নতুন ১৫০ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন সহ বাজারে হাজির হতে পারে N150। যা বাজার চলতি মডেলটি চাইতে অধিক শক্তিশালী হতে পারে। বর্তমান মডেলটি থেকে ১৪ পিএস শক্তি এবং ১৩.২৫ এনএম টর্ক উৎপন্ন হয়। সাসপেনশন সিস্টেমে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মোনোশক ইউনিট যোগ করা হতে পারে। তবে Pulsar N150-র লঞ্চ সম্পর্কে এখনও অফিশিয়ালি কোনো ঘোষণা আসেনি। অনুমান করা হচ্ছে এ বছরের শেষের দিকে বাজারে পা রাখবে এটি। এর দাম ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে। যেখানে বাজার চলতি মডেলটির মূল্য ১.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story