2022 CFMoto 300SR: সিএফমোটো-র রেসিং বাইকের আপডেটেড ভার্সন উন্মোচিত হল

বিশ্বের অন্যান্য বাইক প্রস্তুতকারীদের মতো চীনা সংস্থা CFMoto প্রায় প্রতি বছর তাদের বিভিন্ন মডেলে নতুন আপডেট যোগ করে। কখনও সেটা স্টাইলিংয়ে সীমাবদ্ধ থাকে। আবার কখনও…

বিশ্বের অন্যান্য বাইক প্রস্তুতকারীদের মতো চীনা সংস্থা CFMoto প্রায় প্রতি বছর তাদের বিভিন্ন মডেলে নতুন আপডেট যোগ করে। কখনও সেটা স্টাইলিংয়ে সীমাবদ্ধ থাকে। আবার কখনও দেখা যায় নতুন ফিচারের সংযুক্তি। CFMoto-র স্পোর্টস বাইক 300SR-এর ক্ষেত্রে প্রথমটাই দেখা গেল। সংস্থাটি অস্ট্রেলিয়ার বাজারে 300SR-এর 2022 ভার্সন উন্মোচন করেছে।

নয়া আপডেট রূপে 2022 CFMoto 300SR-এর সাইড প্যানেলে সংস্থার লোগো বোল্ড অক্ষরে লেখা হয়েছে। এবং বাইকটির রঙ অরেঞ্জ ও ব্লু ডুয়েল টোন কালারের। সঙ্গে রয়েছে হোয়াইট গ্রাফিক্স। আবার সাইড প্যানেলের নীচে রেসিং থেকে অনুপ্রাণিত ব্র্যান্ডিং রয়েছে। উল্লেখ্য, নতুন কালার স্কিমটির পাশাপাশি 2022 CFMoto 300SR আগের মতো নেবুলা ব্ল্যাক ও সংস্থার সিগনেচার টারকুইজ ব্লু পেইন্ট অপশনে উপলব্ধ হবে।

2022 CFMoto 300SR-এর বডিওয়ার্ক পুরোপুরি অপরিবর্তিত। এবং পূর্বের ন্যায় ডিজাইন খুব শার্প। তবে নতুন ভার্সনের এলইডি হেডল্যাম্প আরও অ্যাগ্রেসিভ বলে প্রতীয়মান হচ্ছে।

2022 CFMoto 300SR দৌড়য় ২৯২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে। যার ক্ষমতা ৩০ বিএইচপি৷ স্পোর্টস বাইকটির বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি সহ টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রাইডিং মোড, প্রভৃতি৷ এটি ভারতে কবে পা রাখবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।