2022 Honda CBR650R ভারতে লঞ্চ হল, স্পোর্টি পারফরম্যান্সের সঙ্গে অ্যাড্রিনালিন রাশের গ্যারান্টি

ভারতে পা রাখল হন্ডা-র নতুন রেসিং বাইক। সংস্থার তরফে আজ নতুন 2022 CBR650R মিডলওয়েট মোটরসাইকেল লঞ্চের ঘোষণা করা হয়েছে।...
SHUVRO 26 Jan 2022 12:00 AM IST

ভারতে পা রাখল হন্ডা-র নতুন রেসিং বাইক। সংস্থার তরফে আজ নতুন 2022 CBR650R মিডলওয়েট মোটরসাইকেল লঞ্চের ঘোষণা করা হয়েছে। ফুল-ফেয়ার্ড বাইকটি ভারতে সম্পূর্ণ তৈরি করে (সিকেডি ইউনিট) আনা হয়েছে। 2022 Honda CBR650R এ দেশে সংস্থার বিগউইং ডিলারশিপে পাওয়া যাবে।

পূর্বতন মডেলের তুলনায় 2022 Honda CBR650R-এ আপডেট সামান্যই। আপডেটেড মডেলটি ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক এবং স্পোর্টি গ্রাফিক্সের সঙ্গে উপলব্ধ হবে। 2022 Honda CBR650R-এর এক্স-শোরুমের দাম ৯.৩৫ লক্ষ টাকা। অর্থাৎ আগের মডেলের চেয়ে ৫০,০০০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের।

এই প্রসঙ্গে হন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া-র ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট, এবং চিফ এগজিকিউটিভ অফিসার আতসুশি ওগাটা বলেন, "CBR650R-এর শক্তিশালী ইঞ্জিন RR মেশিনের (হাই-এন্ড স্পোর্টস বাইক) অ্যাড্রিনালিন রাশ ও স্পোর্টি পারফরম্যান্সের অনুকরণ করবে। 2022 Honda CBR650R-এর সঙ্গে বাইকপ্রেমীরা একটি মিডলওয়েট মোটরসাইকেলের সত্যিকারের রাইডিং থ্রিল অনুভব করতে পারবেন।"

আগের মতোই 2022 Honda CBR650R দৌড়বে ৬৪৯ সিসির ১৬-ভাল্ভ ফোর সিলিন্ডার ইঞ্জিনে। যা ১২,০০০ আরপিএমে ৮৬ বিএইচপি ও ৮,৫০০ আরপিএমে ৫৭.৫ এনএম টর্ক উৎপন্ন করে। গিয়ারবক্স ছ'টি। বাইকের ওজন ২১১ কেজি এবং সিটের উচ্চতা ৮৩৫ মিমি। অর্থাৎ উচ্চতা কম হলেও রাইডে অসুবিধা হবে না।

Show Full Article
Next Story