অফ-রোডে বাইক চালানোর মজা হবে দ্বিগুণ, ভারতে লঞ্চ হল 2022 Kawasaki KX250 ও KX450

প্রত্যেকটি মোটরসাইকেলই যে মসৃণ রাস্তায় চালানোর জন্য তৈরি করা হয়, এটা ভাবা কিন্তু ভুল। যারা থ্রিল পছন্দ করেন বা অ্যাড্রিনালিন রাশ উপভোগ করতে চান, তাদের…

প্রত্যেকটি মোটরসাইকেলই যে মসৃণ রাস্তায় চালানোর জন্য তৈরি করা হয়, এটা ভাবা কিন্তু ভুল। যারা থ্রিল পছন্দ করেন বা অ্যাড্রিনালিন রাশ উপভোগ করতে চান, তাদের জন্য মেঠো বা পাথুরে পথে চালানোর উপযুক্ত অফ-রাইড বাইকও তৈরি করে নানা সংস্থা। Kawasaki-র KX250 ও KX450 এমনই দুই বাইক, যেগুলি পুরোপুরি অফ-রোডার বাইক হিসেবে জগৎজোড়া সুখ্যাতি পেয়েছে। আর আজ এই অফ-রোড বাইকদ্বয়ের নতুন ভার্সন (2022) ভারতে লঞ্চ করেছে Kawasaki।

2022 Kawasaki KX250 ও KX450 স্পেসিফিকেশন ও ফিচার

শুধুমাত্র ট্র্যাকে চালানোর কথা মাথায় রেখেই কাওয়াসাকি কেএক্স২৫০ ও কেএক্স৪৫০ -এর ডিজাইন করা হয়েছে। ফলে অন্যান্য বাইকের মতো এতে হেডলাইট, টেললাইট, টার্ন ইন্ডিকেটর, রিয়ার-ভিউ মিরর অনুপস্থিত। ডার্ট ট্র্যাকে চলার জন্য মানানসই ওয়্যার-স্পোক হুইল রয়েছে বাইকগুলিতে। অ্যালুমিনিয়াম পেরিমিটারের ফ্রেম, পেটাল টাইপ ডিস্ক ব্রেক (দু’দিকেই), লম্বা ফ্রন্ট ফেন্ডার, ফ্ল্যাট স্যাডেল, আপসাইড-ডাউন ফোর্কস, ও রিয়ার মনোশক সাসপেনশনের সাথে এসেছে 2022 Kawasaki KX250 ও KX450।

কেএক্স ২৫০ বাইকে রয়েছে ২৪৯ সিসি-র লিকুইড কুল্ড ইঞ্জিন। অন্য দিকে, কেএক্স ৪৫০ এসেছে ৪৪৯ সিসি-র লিকুইড কুল্ড ইঞ্জিনের সাথে। পাওয়ার এবং টর্ক আউটপুট সম্পর্কে তথ্য প্রকাশ করেনি কাওয়াসাকি। তবে সংস্থার দাবি, কেএক্স ২৫০-এর পুরনো মডেলের চেয়ে নতুন মডেলটি ১.৩ বিএইচপি অতিরিক্ত পাওয়ার উৎপন্ন করবে।

এছাড়া লঞ্চ কন্ট্রোল, ইলেকট্রিক স্টার্টের মতো ফিচার পেয়েছে 2022 Kawasaki KX250 ও KX450 অফ-রোড মোটরসাইকেলদ্বয়।

2022 Kawasaki KX250 ও KX450 দাম

২০২২ কাওয়াসাকি কেএক্স২৫০ ও কেএক্স৪৫০-এর দাম যথাক্রমে ৭.৯৯ লক্ষ টাকা ও ৮.৫৯ লক্ষ টাকা। বাইকগুলি লাইম গ্রীন কালার অপশনে কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন