2022 KTM 390 Adventure ভারতে লঞ্চ হল, পাহাড় হোক বা জঙ্গল, দুর্গম রাস্তাতেও চলবে অনায়াসে

এ বছরের ফেব্রুয়ারিতে শোরুমে দর্শন পাওয়া, ভারতের ওয়েবসাইটে তালিকাভুক্ত হওয়া, এইসব নিয়ে দীর্ঘদিন 2022 KTM 390...
SUMAN 7 May 2022 7:31 PM IST

এ বছরের ফেব্রুয়ারিতে শোরুমে দর্শন পাওয়া, ভারতের ওয়েবসাইটে তালিকাভুক্ত হওয়া, এইসব নিয়ে দীর্ঘদিন 2022 KTM 390 Adventure-এর বাজার সরগরম ছিল। বস্তুত ট্যুরিং বাইকটি যে খুব শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে চলেছে, এগুলি ছিল আসলে তারই ইঙ্গিতপূর্ণ বার্তা। এবারে অ্যাডভেঞ্চারপ্রেমী বাইকারদের অপেক্ষার অবসান ঘটিয়ে নয়া অবতারে লঞ্চ হল 2022 KTM 390 Adventure। তবে আশ্চর্যজনকভাবে নতুন মডেলের দাম (২০২১ মডেলের প্রাইসে) কানাকড়িও বাড়ায়নি কেটিএম। উপরন্তু ২০২২ মডেলে দেওয়া হয়েছে বেশকিছু আপডেট। অ্যাডভেঞ্চার মোটরবাইকটির খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

নতুন 390 Adventure-এ একাধিক ডিজাইন আপগ্রেড দেওয়া হলেও বাজার চলতি পুরনো মডেলটির সাথে সাধারণ স্টাইল এবং অ্যাডভেঞ্চার বৈশিষ্ট্য একই রাখা হয়েছে। এতে যুক্ত হয়েছে দুটি নতুন পেইন্ট স্কিম - গ্রে অথবা ব্ল্যাক এবং ব্লু। দুটি রঙের বিকল্পের সাথে অরেঞ্জ অ্যাকসেন্ট এবং লিভারি রঙের ছোঁয়া রয়েছে। এই কালার KTM Adventure 890-এর থেকে অনুপ্রাণিত হয়ে দেওয়া হয়েছে।

অন্যান্য পরিবর্তনের মধ্যে ফুয়েল ট্যাঙ্কের নয়া শ্রাউড ও রিয়ার সাইড প্যানেল। এছাড়া আগের তুলনায় সামান্য চওড়া সিট, নতুনত্ব এলইডি হেডলাইট, ছোট বেজেল লক্ষ্য করা গিয়েছে। Adventure 890-এর বিভিন্ন ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ১২ ভোল্ট মোবাইল চার্জিং পোর্ট, সম্পূর্ণ এলইডি লাইটিং অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, স্মার্টফোন কানেক্টেভিটি-সহ কালার টিএফটি ইন্সট্রুমেন্ট প্যানেল এবং নেভিগেশন সিস্টেম।

পারফরম্যান্সের কথা বললে 2022 KTM 390 Adventure একটি ৩৭৩.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন সহ এসেছে, যা থেকে ৪২.৩ বিএসপি শক্তি এবং ৩৭ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে যুক্ত বাই-ডিরেকশনাল কুইক শিফটার সহ ৬-স্পিড গিয়ার বক্স। পুরনো মডেলের ৩.২৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্যেই হাজির হয়েছে 2022 Adventure 890।

Show Full Article
Next Story