2022 Suzuki Swiss 125 স্কুটার স্পোর্টি ও মর্ডান ডিজাইনের সাথে লঞ্চ হল

Saluto-র পর আরও একটি ১২৫ সিসি স্কুটারের আপডেটেড মডেল নিয়ে হাজির হল সুজুকি। এবার তারা 2022 Suzuki Swiss 125 লঞ্চের কথা...
SUMAN 26 Feb 2022 10:29 PM IST

Saluto-র পর আরও একটি ১২৫ সিসি স্কুটারের আপডেটেড মডেল নিয়ে হাজির হল সুজুকি। এবার তারা 2022 Suzuki Swiss 125 লঞ্চের কথা ঘোষণা করেছে। Saluto 125 নিও-রেট্রো ডিজাইনের সাথে এলেও নতুন Swiss 125 আরও স্পোর্টি এবং মর্ডান ডিজাইন পেয়েছে।

নতুন Suzuki Swiss 125 একটি অ্যাপরন মাউন্টেড এলইডি হেডলাইট এবং ডুয়েল টোন এক্সটেরিয়র পেইন্ট স্কিমের সাথে এসেছে, যা সুজুকির বড় ইঞ্জিনের স্পোর্টস বাইকের স্মৃতি ফিরিয়ে আনবে। ডুয়েল টোন রঙটি স্কুটারের হেডল্যাম্প, বডি বেসলাইন, এবং পিছনের স্প্লিট গ্রাব রেলে দেখা যাবে।

সুজুকি সুইস ১২৫-এ সংস্থার ইকো পারফরম্যান্স প্রযুক্তির ১২৪ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা ৮.৫ বিএইচপি শক্তি এবং ৯.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। অর্থাৎ ইঞ্জিনে কোনও আপগ্রেড নেই। কারণ, গত বছরের মডেলেও একই আউটপুট ছিল।

সুজুকি সুইস ১২৫-এর বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন চার্জিং পোর্ট, এবং ফ্রন্ট প্লেসড ফুয়েল ফিলার লিড। সুরক্ষার জন্য সামনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

তাইওয়ানের বাজারে সুজুকি সুইস ১২৫-এর দাম ৮২,২২০ তাইওয়ান ডলার রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.২১ লক্ষ টাকার সমান। এটি ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, এখানে সংস্থার তিনটি ১২৫ সিসি স্কুটার বর্তমান - Access 125, Avenis 125, এবং Burgman Street।

Show Full Article
Next Story
Share it