Triumph Tiger 1200: বিএমডব্লিউ, ডুকাটিদের টেক্কা দিতে ভারতে 150 এইচপি ক্ষমতার দুর্ধর্ষ বাইক লঞ্চ করার পথে ট্রায়াম্ফ
ট্রায়াম্ফের ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার ট্যুরার Tiger 1200 গত বছরের ডিসেম্বরে আত্মপ্রকাশ করেছিল। প্রিডিসেসরের তুলনায় নতুন...ট্রায়াম্ফের ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার ট্যুরার Tiger 1200 গত বছরের ডিসেম্বরে আত্মপ্রকাশ করেছিল। প্রিডিসেসরের তুলনায় নতুন মডেলটি একাধিক ক্ষেত্রে নতুন আপডেট পেয়েছে। Triumph Tiger 1200 পুরনো মডেলের চেয়ে যেমন শক্তিশালী, তেমনই হালকা, ওজন ঝরিয়েছে প্রায় ২৫ কেজি। আবার নতুন ইঞ্জিন, চ্যাসিস, ও ফিচার দেওয়া হয়েছে এতে৷ ইতিমধ্যেই ট্যুরিং বাইকটির বুকিং ভারতে চালু হয়েছে। এবার টিজার শেয়ার করে Tiger 1200 খুব শীঘ্রই এ দেশে লঞ্চের বার্তা দিল ট্রায়াম্ফ।
নতুন প্রজন্মের Triumph Tiger 1200 এসেছে ১১৬০ সিসি ইঞ্জিনের সঙ্গে, যা ৯,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৫০ পিএস শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৩০ এনএম টর্ক উৎপন্ন করে। প্রসঙ্গত, আগের চেয়ে এই ইঞ্জিনে ৯ পিএস শক্তি এবং ৮ এনএম টর্ক বেশি পাওয়া যাবে।
Triumph Tiger 1200-এর ফিচারগুলির মধ্যে ব্লাইন্ড স্পট রাডার সিস্টেম, অপ্টিমাইজড কর্নারিং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, সেমি অ্যাক্টিভ সাসপেনশন সেটআপ, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম, মাই ট্রায়াম্ফ কানেক্টিভিটি সিস্টেমযুক্ত ৭ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একাধিক রাইডিং মোড, ইগনিশন সহ কীলেস সিস্টেম, স্টিয়ারিং ও ফুয়েল ক্যাপ লক, নতুন এলইডি লাইট, ডিআরএল, প্রভৃতি উল্লেখযোগ্য।
ভারতে 2022 Triumph Tiger 1200 এর দাম কুড়ি লাখ টাকার আশেপাশে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। এ দেশে Ducati Multistarda V4 সিরিজ ও BMW R 1250 GS রেঞ্জের সঙ্গে নতুন টাইগারের প্রতিযোগিতা চলবে।