একদিনে জোড়া ধামাকা, নতুন TVS Apache RTR 160 ও RTR 180 লঞ্চ হল দুর্ধর্ষ সব ফিচার্সের সাথে
গতির আরেক রূপ এল নয়া অবতারে। Apache রেঞ্জের বাইকের নতুন প্রজন্মের মডেল (2022) লঞ্চ করল টিভিএস (TVS)। 2022 Apache RTR...গতির আরেক রূপ এল নয়া অবতারে। Apache রেঞ্জের বাইকের নতুন প্রজন্মের মডেল (2022) লঞ্চ করল টিভিএস (TVS)। 2022 Apache RTR 160 ও Apache RTR 180 আজ দেশের বাজারে লঞ্চ হল। দুই মোটরসাইকেলেই স্টাইলিং আপডেট এবং নতুন ফিচার্স দেওয়া হয়েছে। নতুন RTR 160 এবং RTR 180 যথাক্রমে ২ কেজি এবং ১ কেজি ওজন ঝড়িয়েছে। এর ফলে পাওয়ার টু ওয়েট রেশিও উন্নত হওয়ার কারণে শক্তিতে বৃদ্ধি লক্ষ্য করা যাবে।
TVS Apache RTR 160 ও Apache RTR 180 বিভিন্ন সেগমেন্ট ফার্স্ট ফিচার্স এবং প্রযুক্তি সহযোগে এসেছে। সেগুলির মধ্যে ফুয়েল ইনজেকশন, এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস, স্লিপার ক্লাচ থেকে শুরু করে SmartXonnectTM, রাইড মোড, এলইডি হেডল্যাম্পের নাম উল্লেখযোগ্য। এছাড়া মডেল জোড়ায় উপস্থিত ব্লুটুথ পরিচালিত অত্যাধুনিক ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা SmartXonnectTM প্রযুক্তির সাহায্যে ভয়েস অ্যাসিস্ট সাপোর্ট করে।
সেগমেন্টের ফার্স্ট ফিচারগুলির মধ্যে এতে রয়েছে তিনটি রাইডিং মোড – রেন, আরবান এবং স্পোর্ট। এছাড়া মডেল দুটি এক্স-রিং চেইন, চওড়া ১২০ মিমি রিয়ার টায়ার, শিফট অ্যাসিস্ট সহ গিয়ার পজিশন ইন্ডিকেটর, এবং নতুন UI/UX যুক্ত টিভিএস কানেক্ট অ্যাপ সহ হাজির হয়েছে। 2022 Apache RTR 160 পেয়েছে একটি ১৫৯.৭ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন। ৫-স্পিড গিয়ারবক্স সহ ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ১৬.০৪ পিএস শক্তি এবং ১৩.৮৫ এনএম টর্ক উৎপন্ন হবে।
অন্যদিকে 2022 Apache RTR 180-তে দেওয়া হয়েছে একটি ১৭৭.৪ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে ১৭ পিএস শক্তি এবং ১৫ এনএম টর্ক পাওয়া যাবে। এতেও রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। নতুন Apache RTR 180 দুটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – গ্লস ব্ল্যাক এবং পার্ল হোয়াইট। এর দাম ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। অন্যদিকে আপডেটেড Apache RTR 160 পাঁচটি রঙের বিকল্পে উপলব্ধ – গ্লস ব্ল্যাক, পার্ল হোয়াইট, রেসিং রেড, ম্যাট ব্লু এবং টি গ্রে। এবং এর মূল্য ১.১৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
নতুন মোটরসাইকেল লঞ্চ প্রসঙ্গে টিভিএস মোটর কোম্পানির ব্যবসায়িক প্রধান বিমল সুম্বলি মন্তব্য করেন, “TVS Apache series রেসিংয়ের জন্য তৈরি করা হয়েছে। যেগুলি আমাদের গ্রাহক এবং রেসিংপ্রেমীদের সাথে যুক্ত হতে সাহায্য করবে। 2022 রেঞ্জের Apache RTR 160 ও Apache RTR 180 অ্যাপাচি সম্প্রদায়ের প্রতি আমাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে। যেগুলি বাস্তবে রেসিংয়ের অভিজ্ঞতা দেবে।”