Yamaha, KTM-কে চাপে ফেলে দুর্ধর্ষ স্পোর্টস বাইক লঞ্চ করল CFMoto, দেখলেই সমীহ জাগবে
মিডলওয়েট ডিসপ্লেসমেন্টের ইঞ্জিন যুক্ত স্পোর্টস বাইকের দুনিয়ায় আন্তর্জাতিক বাজারে স্বনামধন্য মডেলগুলির মধ্যে অন্যতম KTM...মিডলওয়েট ডিসপ্লেসমেন্টের ইঞ্জিন যুক্ত স্পোর্টস বাইকের দুনিয়ায় আন্তর্জাতিক বাজারে স্বনামধন্য মডেলগুলির মধ্যে অন্যতম KTM RC390 এবং Yamaha R3। তবে এবার এই দুই প্রতিপক্ষকে টেক্কা দিতে হাজির হল চীনের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা CFMoto। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালয়েশিয়াতে তারা লঞ্চ করল 450SR ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইকের আপডেটেড ভার্সন। ভারতীয় মুদ্রায় এই নতুন মডেলটি কিনতে খরচ হবে প্রায় ৫.৩১ লাখ টাকা।
গত বছরেই CFMoto 450SR আত্মপ্রকাশ করেছিল। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এটি। আগামীতে ইউরোপের বাজারে পা ফেলার আগে অবশ্যই এশিয়ার অন্যান্য দেশগুলিতে স্পোর্টস বাইকটি মুক্তি পাবে বলেই আশা করা যায়। যদিও ভারতে এটির লঞ্চ হওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সবুজ সংকেত মেলেনি।
CFMoto 450SR: ডিজাইন ও কালার স্কিম
CFMoto 450SR এর ডিজাইনের দিকে নজর দিলে দেখা যাবে ২০২১ সালের অটোমোবাইল শো EICMA-তে প্রদর্শিত করা SR-C21 এর কনসেপ্ট ভার্সনের মতোই একই ধরনের ডিজাইন এবং লুক দেওয়া হয়েছে এতে। এই কারণেই CFMoto 450SR এর ডিজাইন অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং ভবিষ্যতের কথা ভেবেই করা হয়েছে। তবে এই বাইকটির সঙ্গে আমাদের দেশে বিক্রি হওয়া Keeway 300SR বাইকটির অনেকাংশে মিল খুঁজে পাওয়া যাবে।
একদম সামনের অংশেই সরু এলইডি ডিয়ারেলের সঙ্গে ফুল এলইডি হেডল্যাম্প সেটআপ রয়েছে এতে। তাছাড়াও 450SR-তে একই ধরনের ব্ল্যাক ও গ্রে রঙের সঙ্গে লাল রঙের হাইলাইট যুক্ত কালার স্কিম দেখতে পাওয়া যায়। যদিও এর ডিজাইনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ফেয়ারিং এর উপর অবস্থিত এরো উইংলেট, যা সেগমেন্টে প্রথম ফিচার হিসাবে গণ্য হয়।
CFMoto 450SR: ইঞ্জিন পারফরম্যান্স
অন্যান্য অনেক বৈশিষ্ট্যই SR-C21 এর কনসেপ্ট ভার্সনের সঙ্গে একই হলেও সেখানে প্রদর্শিত কার্বন ব্রেক এবং সম্পূর্ণ এগজস্ট সিস্টেম বদলে দেওয়া হয়েছে এই বাইকটিতে। CFMoto 450SR এর হৃদয়ে যুক্ত রয়েছে ৪৫০ সিসি ক্ষমতা সম্বলিত প্যারালাল টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ৫০ বিএইচপি ক্ষমতা উৎপন্ন হয়।
একই সক্ষমতার ইঞ্জিন বর্তমানে Kawasaki Ninja 400, Yamaha R3 এবং KTM RC390 এই তিনটি জনপ্রিয় বাইকের মধ্যেও ব্যবহার করা হয়েছে। এছাড়া, CFMoto 450SR এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, এলইডি লাইটিং এবং আকর্ষণীয় থিম যুক্ত টিএফটি কালার ডিসপ্লে।