250 সিসি বাইকে তাক লাগানো পাওয়ার! 2023 Kawasaki Ninja ZX-25R নতুন ফিচার্স-সহ লঞ্চ হল
ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হল 2023 Kawasaki Ninja ZX-25R। সুপারস্পোর্টস বাইকটির নতুন সংস্করণে বেশকিছু আপডেট দেওয়া...ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হল 2023 Kawasaki Ninja ZX-25R। সুপারস্পোর্টস বাইকটির নতুন সংস্করণে বেশকিছু আপডেট দেওয়া হয়েছে। আবার ফিচারের তালিকাটিও আগের চাইতে লম্বা চওড়া হয়েছে। জাপানি মডেলটির ডিজাইনেও দেখা মিলেছে নতুনত্বের ছোঁয়া। যা তরুণ প্রজন্মকে আরও বেশি আকর্ষিত করবে। আসুন Ninja ZX-25R-এর নয়া ভার্সনের বিশেষত্বগুলি দেখে নেওয়া যাক।
নতুন Kawasaki Ninja ZX-25R-এর ফিগারের তালিকায় উপস্থিত একটি ফুল টিএফটি ডিসপ্লে। আগের মডেলে ছিল সেমি ডিজিটাল ইউনিট। এর মিটার কনসোলের সাথে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন কানেক্ট করা যাবে। এক্সটেরিয়ার লুকের প্রসঙ্গে বললে, এটি একপ্রকার অপরিবর্তিত রয়েছে। কেবল একটি নতুন আগের চাইতে বড় এগজস্ট ইউনিট নজরে পড়েছে।
Kawasaki Ninja ZX-25R-এর পাওয়ারট্রেনটি অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতই একটি ২৪৯.৮ সিসি ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে এটি। এতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। ইঞ্জিনটি থেকে উৎপন্ন হবে ৫০ বিএইচপি শক্তি এবং ২২.৯ এনএম টর্ক। সাসপেনশন দায়িত্ব সামলাতে সামনে ৩৭ মিমি ফ্রন্ট ফর্ক এবং পেছনে একটি গ্যাস চার্জড রিয়ার শক দেওয়া হয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ও পেছনে যথাক্রমে ৩১০ মিমি ও ২২০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে।
Ninja ZX-25R-এর ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সাথে সামনে ১১০/৭০ ও পেছনে ১৬০/৬০ টায়ার আছে। ১৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক সহ বাইকটি দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – স্ট্যান্ডার্ড এবং আর (R)। দ্বিতীয়টি হল হায়ার স্পেক মডেল। যাতে রয়েছে একটি ফুল অ্যাডজাস্টেবল Showa ইউএসডি ফর্ক এবং Showa BFRC মোনোশক। 2023 Kawasaki Ninja ZX-25R-এর দাম রাখা হয়েছে ১০,৫০,০০,০০০ আরপি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫.৬০ লক্ষ টাকা। ভারতে এই বাইকটি কবে লঞ্চ হবে, তা অবশ্য জানা যায়নি।