ছোট প্যাকেজে বড় ধামাকা, R15 এর অনুকরণে শক্তিশালী 125cc স্পোর্টস বাইক আনল Yamaha

Yamaha YZF-R125 বাইকটি সবচেয়ে ছোট ইঞ্জিন যুক্ত সুপার স্পোর্টস বাইক হিসেবে ইতিমধ্যেই প্রসিদ্ধি লাভ করেছে। আর এখন ইউরোপে...
techgup 6 Nov 2022 1:13 PM IST

Yamaha YZF-R125 বাইকটি সবচেয়ে ছোট ইঞ্জিন যুক্ত সুপার স্পোর্টস বাইক হিসেবে ইতিমধ্যেই প্রসিদ্ধি লাভ করেছে। আর এখন ইউরোপে মডেলটির নতুন সংস্করণের উপর থেকে পর্দা সরালো জাপানি নির্মাতাটি। পূর্ববর্তী সংস্করণের থেকে নয়া মডেলটি বেশ খানিকটা ভিন্ন। তবে R125 তার বৃহৎ সংস্করণ YZF-R15 V4 এর থেকে গঠনগত ও চারিত্রিকগত বৈশিষ্ট্য ধার নেবে তা আশ্চর্যের কিছু নয়। তাই এক ঝলকে R15 V4 এর মতোই দেখতে লাগে একে।

2023 Yamaha R125 এর সামনেই রয়েছে এলইডি ডিআরএল সহ এলইডি প্রজেক্টর হেডলাইট সেটআপ। এছাড়াও R15 এর মতো নতুন ফেয়ারিং আছে এতে। ফলে এটিতে উন্নত অ্যারোডায়নামিক্স সুবিধা মিলবে। পাশাপাশি R15 V4-এর মতো ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এতে উপলব্ধ। যদিও কম ডিসপ্লেসমেন্ট যুক্ত ইঞ্জিনে এই প্রযুক্তির প্রয়োজন প্রায় হয় না বললেই চলে তবুও ফিচার্স হিসাবে অবশ্যই এটি ভালো।

আগের মতই এতে VVA প্রযুক্তিযুক্ত ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা থেকে ৯,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৪.৮ বিএইচপি শক্তি ও ৮,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১১.৫ এনএম টর্ক উৎপাদিত হয়। সিক্স স্পিড গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিনের সাথে অপশনাল হিসেবে মিলবে কুইক শিফটার। বাইকটির সামনের চাকায় ৪১ মিমি KYB ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক অ্যাবজর্ভার বর্তমান। ব্রেকিং এর দায়িত্ব সামলাচ্ছে সামনের ও পিছনের চাকায় থাকা ২৯২ মিমি ও ২২০ মিমি ডিস্ক।

2023 Yamaha R125 বাইকটির নতুন মডেলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ব্লুটুথ এবং বহুবিধ বৈশিষ্ট্য যুক্ত পাঁচ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে। উপরন্তু ইয়ামাহার নিজস্ব অ্যাপ্লিকেশন দ্বারা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করে রাইডার এই বাইকের প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। তবে বাইকটির দাম সম্পর্কিত কোনো তথ্য এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আগামী বছরের শুরুতেই তা জানা যাবে বলে মনে করা হচ্ছে। Yamaha R125 ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুবই কম।

Show Full Article
Next Story