Smart TV: মাত্র ৯ হাজার টাকার কমে ২৪ ইঞ্চি টিভি, সুযোগ হাতছাড়া করবেন না

আজকালকার সময়ে প্রায় অধিকাংশ বাড়ির অন্দরেই বড় স্ক্রিনের স্মার্ট টিভি দেখা যায়। কিন্তু, একান্তে সময় উপভোগের জন্য এখন অনেকেই তাদের ব্যক্তিগত ঘরের জন্য ছোট সাইজের…

আজকালকার সময়ে প্রায় অধিকাংশ বাড়ির অন্দরেই বড় স্ক্রিনের স্মার্ট টিভি দেখা যায়। কিন্তু, একান্তে সময় উপভোগের জন্য এখন অনেকেই তাদের ব্যক্তিগত ঘরের জন্য ছোট সাইজের টিভি কিনছে। এক্ষেত্রে, নিজস্ব চাহিদা পূরণের জন্য অনেকেই বেশি খরচ করতে ইচ্ছুক থাকেন না। তাই আজ আমার এমন একটি বিশেষ অফারের কথা আপনাদের জানাবো, যার দৌলতে ২৪ ইঞ্চির স্মার্ট টিভিকে ৯,০০০ টাকারও কম খরচ করে কিনে নেওয়া যাবে। এই টিভিটির সাথে একটি ‘ব্র্যান্ড নিউ’ Google Nest Mini স্মার্ট স্পিকার অর্ধেকেরও কমে পকেটস্থ করে নেওয়া যাবে। নিশ্চয়ই টিভির নাম জানতে ইচ্ছা করছে? আমরা কথা বলছি, Dyanora ব্র্যান্ডের ২৪ ইঞ্চি HD Ready LED স্মার্টটিভির প্রসঙ্গে। Flipkart এর অফিসিয়াল সাইটে উল্লেখিত টেলিভিশনের উপর সীমিত সময়ের জন্য ভারী ছাড় ও নানাবিধ ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে।

Dyanora 60 cm (24 inch) HD Ready LED Smart TV দাম ও অফার

ডায়নোরা সংস্থার ২৪ ইঞ্চি ডিসপ্লে সাইজের এই স্মার্ট টিভির আসল দাম ১২,৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্টে সীমিত সময়ের জন্য এটির উপর ফ্লাট ৩৩% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর, উক্ত স্মার্ট টেলিভিশনের দাম কমে ৮,৬৯৯ টাকা হয়ে গেছে। ক্রেতারা, এর সাথে পুরো ১ বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন।

অফারের কথা বললে, Citi এবং Federal ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার, Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা শোধ করলে মিলবে ৫% আনলিমিটেড ক্যাশব্যাক। এছাড়া, কিস্তিতে টাকা দিতে চাইলে, মাসিক ৩০২ টাকার প্রারম্ভিক ইএমআই অপশন উপলব্ধ থাকছে। সর্বোপরি, ক্রেতারা এই স্মার্ট টিভি খরিদ করলে, ৪,৪৯৯ টাকার Google Nest Mini ডিভাইসকে মাত্র ১,৪৯৯ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন।

Dyanora 60 cm (24 inch) HD Ready LED Smart TV স্পেসিফিকেশন

DY-LD24H0S মডেল নম্বরের সাথে আসা ডায়নোরা ব্র্যান্ডের এই স্মার্ট টিভিটি, ২৪ ইঞ্চি এইচডি রেডি (১,৩৬৬x৭৬৮ পিক্সেল) LED A+গ্রেড ডিসপ্লে সহ এসেছে। এই ডিসপ্লের, ব্রাইটনেস ৩০০ নিট পিক, কনট্রাস্ট রেশিও ৪০০০০০:১, এসপেক্ট রেশিও ১৬:৯, রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং এটি ১৭৮° ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল সাপোর্ট করে। উন্নতমানের পিকচার কোয়ালিটি সরবরাহ করার জন্য এতে আইপিকিউ ইঞ্জিন (Ipq Engine) এবং মাইক্রো ডিমিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। থাকছে কোয়াড কোর প্রসেসর এবং ১ জিবি র‌্যাম। এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

অন্যান্য ফিচারের কথা বললে, উক্ত টিভিতে ২০ ওয়াটের দুটি স্পিকার সিস্টেম আছে, যা সারাউন্ড সাউন্ড টেকনোলজি ও ডিজিটাল নয়েজ ফিল্টার ফিচার সাপোর্ট করার মাধ্যমে ‘থিয়েটার লাইক’ অভিজ্ঞতা প্রদান করবে। ইউজাররা এতে ইন-বিল্ড ক্রোমকাস্ট পেয়ে যাবেন। এছাড়া, নেটফ্লিক্স, ইউটিউব, ডিজনি + হটস্টার, প্রাইম ভিডিওর মতো ওটিটি প্ল্যাটফর্মগুলিও অ্যাক্সেস করা যাবে এই টিভিতে। আবার, স্মার্ট ফিচার হিসাবে এতে, স্ক্রিন মিররিং বা মিরা কাস্ট এবং ই-শেয়ার উপলব্ধ। তদুপরি, এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ওয়াই-ফাই, দুটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট এবং একটি হেডফোন জ্যাক। এই স্মার্ট টেলিভিশনটি স্ট্যান্ড সহ এসেছে, তাই দেওয়াল ও টেবিলে উভয় জায়গাতেই এটি সেট করা যাবে। সেক্ষেত্রে, স্ট্যান্ড নিয়ে এটির পরিমাপ, ৫৫৫x৩৭০x১৬৫মিমি।