Motorcycle: বাইকে স্ক্র্যাচ পড়ে গিয়েছে? চিন্তা নেই, এই তিনটি উপায়ে সহজেই তুলে ফেলতে পারবেন

নিত্যদিনের চলাফেরার সঙ্গী অর্থাৎ বাইক নিয়ে রাস্তায় বেরোলে হালকা ঠোকাঠুকি লেগেই যায়। এর ফলে একবার স্ক্র্যাচ পড়ে গেলে...
SUMAN 28 March 2022 3:25 PM IST

নিত্যদিনের চলাফেরার সঙ্গী অর্থাৎ বাইক নিয়ে রাস্তায় বেরোলে হালকা ঠোকাঠুকি লেগেই যায়। এর ফলে একবার স্ক্র্যাচ পড়ে গেলে তার থেকে পরিত্রাণের উপায় সচরাচর আমাদের জানা থাকে না। তবে আজকের প্রতিবেদনে আপনাদের জন্য বাইক থেকে স্ক্র্যাচ তোলার তিনটি চটজলদি ও সহজ উপায় রইল৷

টুথপেস্ট

টুথপেস্টে এমন কিছু উপাদান রয়েছে, যা বাইকের উপর ছোটখাটো স্ক্র্যাচ তুলতে সক্ষম। তাই যখনই বাইকে স্ক্র্যাচ পড়বে, টুথপেস্টে ব্যবহারে মিলতে পারে পরিত্রাণ। প্রথমে স্ক্র্যাচ পড়ার জায়গাটি পরিষ্কার করে নিন। তারপর সেখান টুথপেস্টের প্রলেপ লাগান। এবং সবশেষে ন্যাকড়া দিয়ে সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপরও যদি স্ক্র্যাচ থেকে যায় তবে পুনরায় এই কাজটি করুন। ফলাফল নিজেই দেখতে পাবেন।

নেল পালিশ

বাইকের উপর স্ক্রাচে মহিলাদের ব্যবহারের নেল পলিশ বিশেষ কাজের জিনিস। আপনার বাইকের রঙের একই কালারের নেইল পলিশ স্ক্র্যাচ পড়া জায়গাটির উপর লাগাতে পারেন। তবে সেটি করার আগে স্ক্র্যাচ করা স্থানটি পরিষ্কার করে নিতে ভুলবেন না। বড়োসড়ো স্ক্র্যাচের জন্য এটি মুশকিল আসান হিসেবে কাজ করে। একবার প্রলেপ দেওয়ার পরও যদি স্ক্র্যাচটি বোঝা যায় তবে আরেকবার দিন। যতক্ষণ না সেটি বাইকের রঙের সাথে মিশে যাচ্ছে প্রলেপ দিতে থাকুন।

মোমের প্রলেপ

অল্পস্বল্প স্ক্র্যাচ দূর করার জন্য মোমের প্রলেপ একটি অনবদ্য উপায়। স্ক্র্যাচ পড়া জায়গাটি ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেই। শুকিয়ে গেলে সেখানে জ্বলন্ত মোমের প্রলেপ দিন। দেখতে পাবেন স্ক্র্যাচটি আর আগের মতো স্পষ্ট নেই। যদিও এই উপায়গুলি চিরস্থায়ী নয়। তবে সাময়িকভাবে অতি প্রিয় বাহনটির গায়ে স্ক্র্যাচের কারণে হৃদয়ের বেদনা দূরীভূত করতে সক্ষম।

Show Full Article
Next Story
Share it