Malware App: ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের কাছে, ডিলিট করুন এই ৩৫টি অ্যাপ

বিগত কয়েক বছরে হাতের মুঠোফোনটি ‘স্মার্ট’ হয়ে যাওয়ায় এটি বর্তমানে প্রায় সকলের জীবনেরই এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে। আর স্মার্টফোনে ইনস্টল থাকা হরেক রকমের অ্যাপ্লিকেশন…

বিগত কয়েক বছরে হাতের মুঠোফোনটি ‘স্মার্ট’ হয়ে যাওয়ায় এটি বর্তমানে প্রায় সকলের জীবনেরই এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে। আর স্মার্টফোনে ইনস্টল থাকা হরেক রকমের অ্যাপ্লিকেশন হয়ে উঠেছে এখনকার মানুষের রোজকার জীবনের সঙ্গী। কিন্তু হালফিলে এই অ্যাপগুলির সৌজন্যে আমাদের ম্যালওয়্যার নামক একটি বিপদের সাথেও পরিচয় হয়েছে। আসলে এখন আমরা অর্থাৎ ইউজাররা কাজের প্রয়োজনে আগেপিছে কিছু না ভেবেই নানা ধরনের অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করে থাকি। সেক্ষেত্রে যদিও গুগল প্লে স্টোরে (Google Play Store) কোনো অ্যাপকে তালিকাভুক্ত করার আগে সেটির সিকিউরিটি চেক করা হয়, কিন্তু তা সত্ত্বেও বর্তমান ডিজিটাল যুগে হ্যাকারদের হাতযশের জেরে প্রায়শই প্লে স্টোরে কোনো না কোনো অ্যাপে ম্যালওয়্যার বা ক্ষতিকারক ভাইরাসের উপস্থিতির কথা শোনা যায়, যা থেকে সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এর আগেও এইরকম বহু অ্যাপ্লিকেশনের খোঁজ পাওয়া গিয়েছে, এখন গুগল প্লে স্টোরে আরও ৩৫ টি মালওয়্যারযুক্ত অ্যান্ড্রয়েড (Android) অ্যাপের অস্তিত্ব মিলল।

সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, সাইবার সিকিউরিটি প্রযুক্তি সংস্থা বিটডিফেন্ডার (Bitdefender) গুগল প্লে স্টোরে ৩৫ টি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপে বিপজ্জনক মালওয়্যারের সন্ধান পেয়েছে। সংস্থাটির বিশেষজ্ঞদের মতে, ইউজাররা এই অ্যাপগুলিকে ইন্সটল করা মাত্রই তারা তাদের নাম পরিবর্তন করে ফেলে এবং অ্যাপ আইকনটি গোপনে ডিভাইসে লুকিয়ে থাকে। এই ধরনের দূষিত অ্যাপগুলিকে হাতিয়ার করে ইউজারদেরকে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে প্রচুর টাকা আয় করাই হল হ্যাকারদের মূল উদ্দেশ্য। সবথেকে বড়ো কথা হল, যে-কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের সিকিউরিটি সিস্টেম যতই আঁটোসাঁটো হোক না কেন, এই অ্যাপগুলি সকল বাধা অতিক্রম করে নিজেদের কার্যকলাপ চালিয়ে যেতে সক্ষম। ফলে এই ধরনের ক্ষতিকারক ম্যালওয়্যারযুক্ত অ্যাপ ইউজারদের ফোনে থাকলে তারা যে কত বড়ো বিপদের সম্মুখীন হতে পারেন, সেকথা নিশ্চয়ই আর আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।

তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বিটডিফেন্ডারের তরফে এই খবর পাওয়ার পরেই তৎক্ষণাৎ গুগল প্লে স্টোর থেকে এই ৩৫ টি বিপজ্জনক অ্যাপকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু সমস্যাটা হল, প্রচুর সংখ্যক ব্যবহারকারী ইতিমধ্যেই এই অ্যাপগুলি ডাউনলোড করে ফেলেছেন। তাই ইউজারদের সুবিধার্থে নীচে আলোচ্য ৩৫ টি মালওয়্যারযুক্ত অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকা দেওয়া হল। সেক্ষেত্রে আপনার ফোনে যদি এর মধ্যে কোনোওটি থেকে থাকে, তাহলে আর দেরি না করে অবিলম্বে সেটিকে ডিলিট করে ফেলুন।

হ্যাকারদের ফাঁদে পা দিতে না চাইলে ফোন থেকে অবিলম্বে এই অ্যাপগুলি ডিলিট করুন

১. Walls light – Wallpapers Pack

২. Big Emoji – Keyboard

৩. Grad Wallpapers – 3D Backdrops

৪. Engine Wallpapers – Live & 3D

৫. Stock Wallpapers – 4K & HD

৬. EffectMania – Photo Editor

৭. Art Filter – Deep Photoeffect

৮. Fast Emoji Keyboard

৯. Create Sticker for Whatsapp

১০. Math Solver – Camera Helper

১১. Photopix Effects – Art Filter

১২. Led Theme – Colorful Keyboard

১৩. Keyboard – Fun Emoji, Sticker

১৪. Smart Wifi

১৫. My GPS Location

১৬. Image Warp Camera

১৭. Art Girls Wallpaper HD

১৮. Cat Simulator

১৯. Smart QR Creator

২০. Colorize Old Photo

২১. GPS Location Finder

২২. Girls Art Wallpaper

২৩. Smart QR Scanner

২৪. GPS Location Maps

২৫. Volume Control

২৬. Secret Horoscope

২৭. Smart GPS Location

২৮. Animated Sticker Master

২৯. Personality Charging Show

৩০. Sleep Sounds

৩১. QR Creator

৩২. Media Volume Slider

৩৩. Secret Astrology

৩৪. Colorize Photos

৩৫. Phi 4K Wallpaper – Anime HD

ভুয়ো অ্যাপ ডাউনলোড করা থেকে সতর্ক থাকুন

একথা আমরা সকলেই জানি যে, নিত্যনতুন ফন্দিফিকিরকে হাতিয়ার করে মানুষকে সর্বস্বান্ত করার জন্য স্ক্যামাররা অহরহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগেও বহুবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ধরনের দূষিত ম্যালওয়্যারঘটিত সাইবার হানার সম্মুখীন হয়েছে। সেক্ষেত্রে হ্যাকারদের আটকাবার তো কোনো উপায় নেই, তাই সাইবার জালিয়াতির হাত থেকে সুরক্ষিত থাকতে গেলে নিজেদেরকেই যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যান্ড্রয়েড ইউজারদের নিরাপত্তার খাতিরে সাইবার সিকিউরিটি ফার্মের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে, Google Play Store (Android-এর জন্য) এবং Apple App Store (iPhone ব্যবহারকারীদের জন্য)-এর মতো অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে যে-কোনো অ্যাপ ডাউনলোড করা উচিত, কখনোই কোনো অজানা সোর্স থেকে থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করবেন না।

তদুপরি সাইবার নিরাপত্তা গবেষকরা একথাও জানিয়েছেন যে, Google Play Store থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে সেটির রিভিউ খুঁটিয়ে পড়ে নেওয়া উচিত। এছাড়া, কোনো Android অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য অজানা সোর্স থেকে পাওয়া কোনো মেসেজ বা ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করা থেকে সর্বদা বিরত থাকতে হবে ইউজারদেরকে। এবং ম্যালওয়্যারজনিত এই ধরনের সমস্যার হাত থেকে রেহাই পেতে হলে ব্যবহারকারীদেরকে অবশ্যই নিজের ডিভাইস ও তাতে মজুত থাকা সবকটি অ্যাপকে ক্রমাগত আপডেট করা চালিয়ে যেতে হবে। একথা কখনোই ভুললে চলবে না যে, যথাযথ সতর্কতা অবলম্বন করাই হল চলতি সময়ে হ্যাকারদের পরাস্ত করে নিজেকে সুরক্ষিত রাখার এক এবং একমাত্র উপায়।