Android Smartphone ব্যবহার করেন? এই 5 ভুল কিন্তু ডেকে আনতে পারে বড় বিপদ

স্মার্টফোন হিসেবে বিশ্বের অধিকাংশ মানুষই অ্যান্ড্রয়েড (Android) চালিত হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন। এই ধরণের ফোনগুলির...
Anwesha Nandi 27 Jun 2023 8:45 AM IST

স্মার্টফোন হিসেবে বিশ্বের অধিকাংশ মানুষই অ্যান্ড্রয়েড (Android) চালিত হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন। এই ধরণের ফোনগুলির দামও কম, আর এগুলিতে ফিচারও অনেক বেশি থাকে। সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোন যদি আপনারও সর্বক্ষণের সঙ্গী হয়, তাহলে এই খুদে যন্ত্র সংক্রান্ত কিছু ভুল আপনার জেনে রাখা খুব দরকার। হ্যাঁ, পাঁচটি এমন জিনিস আছে যেগুলি সরাসরি ডিভাইসের কর্মক্ষমতাকে প্রভাবিত করে। তাই আপনি যদি নিজের ফোনটিকে দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে এবং স্মুথ এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে আজই এই ভুলগুলি বন্ধ করুন।

স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে এই পাঁচটি কাজ করবেননা

১. অ্যাপ্লিকেশনগুলি ঘন ঘন বন্ধ করা: আপনি যদি স্মার্টফোনে কোনো অ্যাপ বারবার ব্যবহার করেন, কিন্তু সেটি ব্যাকগ্রাউন্ডে চললে ব্যাটারি খরচ বেশি হবে এই ভেবে প্রতিবার অ্যাপটি ম্যানুয়ালি বন্ধ করেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কারণ এতে অ্যাপটির মেমরি মুছে যাবে এবং অ্যাপটি খুলতে বেশি সময় লাগবে। এই কারণে ডিভাইসের ওপরেও চাপ পড়বে।

২. ক্লিনিং, ব্যাটারি বা র‌্যাম বুস্টার অ্যাপ ব্যবহার করা: গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ আছে যেগুলি আপনার ফোনটিকে নানাভাবে পরিষ্কার রাখা এবং কার্যক্ষমতা (যেমন ব্যাটারি পারফরম্যান্স, র‌্যাম ম্যানেজমেন্ট) ইত্যাদি উন্নত করার দাবি করে। কিন্তু এই অ্যাপগুলির মধ্যে অধিকাংশই একেবারে অকেজো এবং এদের মধ্যে ম্যালওয়্যার থাকতে পারে। এমনকি এগুলি বিজ্ঞাপন দেখিয়ে অর্থ সংগ্রহেরও চেষ্টা করে। তাই এই ধরনের অ্যাপ ফোনে ডাউনলোড করা উচিত নয়।

৩. অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করা: কখনও কখনও আমরা প্লে স্টোরে কোনো অ্যাপ বা গেম খুঁজে না পেলে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এপিকে (APK) ফাইল ডাউনলোড করে বসি। কিন্তু এমন করলে ফোনে স্পাইওয়্যার প্রবেশ করতে পারে এবং অন্যান্য বড় বিপদ হতে পারে।

৪. অ্যাপ এবং ব্রাউজারের সন্দেহজনক বিজ্ঞাপনে ক্লিক করা: আপনার যদি অ্যাপ এবং ব্রাউজারে প্রদর্শিত বিজ্ঞাপনগুলিতে ট্যাপ করার অভ্যাস থাকে, তবে তা ট্যাগ করাই ভালো নাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। আসলে বিজ্ঞাপনগুলি প্রায় সমস্ত ধরণের অ্যাপ, ওয়েবসাইট একটি অংশ এবং ক্রিয়েটরদের জন্য আয়ের উৎসও বটে। কিন্তু অনেক সময় বিজ্ঞাপনে ভাইরাস থাকে, যাকে কাজে লাগিয়ে স্ক্যামাররা আপনার তথ্যের সাথে সাথে টাকাও চুরি করতে পারে।

৫. অ্যাপগুলিকে অপ্রয়োজনীয় অনুমতি দেওয়া: যেকোনো অ্যাপকে যা খুশি (পড়ুন অপ্রয়োজনীয়) পারমিশন দেওয়া কিন্তু বিপদের কারণ হতে পারে। আসলে বিভিন্ন অ্যাপ ইউজারের কন্ট্যাক্ট, গ্যালারি, লোকেশন ইত্যাদি ডেটার পারমিশন চায়, কিন্তু সেগুলি যে তারা সঠিক কাজেই লাগাবে এমন সম্ভাবনা নেই। তাই এই বিষয়টি অবশ্যই চেক করে দেখুন।

Show Full Article
Next Story