৫ লাখ ইউজার হাত ছাড়ল Facebook-এর, ১৭ বছরে প্রথমবার এ জাতীয় ঘটনার সাক্ষী থাকল জুকারবার্গের সংস্থা

নাম বদলে Meta (মেটা) হলেও ভাগ্য কিন্তু একেবারেই পাল্টাচ্ছে না, বরঞ্চ সময়টা নিতান্তই খারাপ যাচ্ছে Facebook (ফেসবুক)-এর। সপ্তাহখানেক আগেই Yahoo! Finance দ্বারা পরিচালিত একটি সার্ভেতে…

নাম বদলে Meta (মেটা) হলেও ভাগ্য কিন্তু একেবারেই পাল্টাচ্ছে না, বরঞ্চ সময়টা নিতান্তই খারাপ যাচ্ছে Facebook (ফেসবুক)-এর। সপ্তাহখানেক আগেই Yahoo! Finance দ্বারা পরিচালিত একটি সার্ভেতে ২০২১-এর সবচেয়ে খারাপ কোম্পানির শিরোপা পেয়েছিল Facebook। এবার সংস্থা কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিকে প্রায় ৫ লক্ষ মানুষ Facebook-এর হাত ছেড়েছে। অর্থাৎ গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থাটি বিশ্বব্যাপী অর্ধ মিলিয়ন গ্লোবাল ডেলি ইউজার হারিয়েছে।

উল্লেখ্য, গোটা বিশ্বে বিপুল জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি তাদের যাত্রা শুরু করার পর থেকে এই প্রথম ডেইলি অ্যাক্টিভ ইউজার্স (DAU)-এর ক্ষেত্রে এরকম চূড়ান্ত পতনের মুখোমুখি হল। রিপোর্ট অনুযায়ী, Whatsapp ও Instagram-এর ইউজার গ্রোথও একেবারেই আশানুরূপ নয়, এককথায় নগণ্য বলা যেতে পারে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে যে, গত ১৭ বছরের মধ্যে এই প্রথম এত বিপুল সংখ্যক ইউজার খোয়ালো Facebook। তবে কি নতুন Meta নাম পছন্দ না হওয়ার কারণেই কোম্পানির এই বিভ্রাট?

মেটার ত্রৈমাসিক ফিন্যান্সিয়াল রেজাল্ট থেকে একথা স্পষ্ট যে, কোম্পানির পারফরম্যান্স বিশ্লেষকদের প্রত্যাশাকে কোনোভাবেই পূরণ করতে পারেনি। মাত্র একটা ত্রৈমাসিক আগেও যেখানে কোম্পানির ডেইলি অ্যাক্টিভ গ্লোবাল ইউজারের সংখ্যা ছিল ১.৯৩০ বিলিয়ন, এখন তা ১.৯২৯ বিলিয়নে এসে পৌঁছেছে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে যে, ডেইলি অ্যাক্টিভ ইউজারের ক্ষেত্রে সংস্থাটির সবচেয়ে বেশি লোকসান হয়েছে উত্তর আমেরিকায়। ৫ লাখ ব্যবহারকারীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল উত্তর আমেরিকার বাসিন্দা। এই প্রসঙ্গে বলে রাখি, বিজ্ঞাপনের মাধ্যমে সংস্থার এখানেই সবচেয়ে বেশি আয় হয়।

মেটার মতে, প্রাইভেসি পলিসিতে Apple-এর করা পরিবর্তনের কারণে সংস্থাটি তার প্ল্যাটফর্মে অ্যাডের জন্য ব্যবহারকারীদের টার্গেট করতে পারছে না। সংস্থাটি একথাও জানিয়েছে যে, তাদের মত TikTok এবং Google-এর YouTube-এরও বিশাল পরিমাণ ক্ষতি হয়েছে। ক্ষতির হিসেব করলে, গত ডিসেম্বরে ফেসবুকের আয় হয়েছে ১০.৩ বিলিয়ন ডলার। এ সময়ে কোম্পানিটির বিক্রির কথা বললে তা এক বছর আগের ২৮.১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৩.৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু এই একই সময়ে যদি শেয়ার পিছু আয়ের দিকে চোখ রাখা যায়, তবে তা এক বছর আগের ৩.৮৮ ডলার থেকে এখন ৩.৬৭ ডলারে নেমে এসেছে। ফলে পরিসংখ্যান অনুযায়ী, Facebook-এর ২০০ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৫ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। যদিও ঠিক কী কারণে সংস্থার থেকে লক্ষীদেবীর দৃষ্টি সরেছে, তা এখনো স্পষ্ট নয়!