সুখবর, বিনামূল্যে পাবেন ৫ মাস Apple Music সাবস্ক্রিপশন, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও পাবেন সুবিধা

সঙ্গীতপ্রেমীদের জন্য এক দুর্দান্ত অফার নিয়ে হাজির হল অ্যাপল মিউজিক (Apple Music)। একে কাজে লাগিয়ে আইওএস (iOS) এবং...
SUPARNAMAN 27 Jan 2022 10:20 AM IST

সঙ্গীতপ্রেমীদের জন্য এক দুর্দান্ত অফার নিয়ে হাজির হল অ্যাপল মিউজিক (Apple Music)। একে কাজে লাগিয়ে আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড - উভয় প্ল্যাটফর্মের সদস্যেরা ৫ মাসের Apple Music সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। অবশ্য এজন্য আগ্রহীদের বেশি কাঠখড় পোড়ানোর দরকার নেই। বরং অ্যাপলের নিজস্ব মিউজিক রিকগনিশন সার্ভিস Shazam ব্যবহার করে খুব সহজেই একজন আলোচ্য সাবস্ক্রিপশন জিতে নিতে পারেন।

বিনামূল্যে ৫ মাস Apple Music সাবস্ক্রিপশন কীভাবে পাবেন

শুরুতেই জানিয়ে রাখি, Apple Music, অ্যাপলের নিজস্ব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম যা সঙ্গীতপ্রেমীদের উচ্চমানের মিউজিক অভিজ্ঞতা যুগিয়ে থাকে। ভারতে মাসিক ন্যূনতম ৯৯ টাকার বিনিময়ে আগ্রহীরা এই অ্যাপের সাবস্ক্রিপশন কিনতে পারেন। তবে প্ল্যাটফর্মে নবাগতদের জন্য অ্যাপল মিউজিক ৩ মাসের নিঃশুল্ক পরিষেবা প্রদান করে থাকে যা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য।

বিনামূল্যে ৫ মাসের Apple Music সাবস্ক্রিপশন লাভের জন্য যা করণীয়

এজন্য প্রথমেই আগ্রহীকে Shazam ওয়েবসাইটে পৌঁছে যেতে হবে। সেখানেই তিনি অ্যাপল মিউজিকের প্রোমোশনাল ব্যানার দেখতে পাবেন। তাতে ক্লিক করলে একটি কিউআর (QR) কোড সামনে আসবে। ৫ মাসের ফ্রি অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন আদায়ের জন্য এটি স্ক্যান করতে হবে। এর ফলে আগ্রহী অফারের রিডিম (Redeem) পেজে পৌঁছে যাবেন। এরপর 'Redeem' অপশনে ক্লিক করলেই তিনি আলোচ্য অফারের ফায়দা ওঠাতে পারবেন।

উল্লেখ্য, অ্যাপল মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন রিডিমের জন্য অথেন্টিকেশনের পর্যায় অতিক্রম করতে হবে। এজন্য আগ্রহী তার Apple ID -তে লগ-ইন করবেন। কেউ যদি পূর্বে আলোচ্য অফারের সুবিধা পেয়ে থাকেন তবে উক্ত অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাপল তা যাচাই করবে। তাছাড়া নবাগত আবেদনকারী বিনামূল্যে ৩ মাসের পরিষেবা ব্যবহার করে থাকলে অথেন্টিকেশনে সেটাও ধরা পড়বে। সেক্ষেত্রে আলোচ্য অফার অনুযায়ী আবেদনকারী আরো ২ মাস নিঃশুল্ক পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। আইফোন ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও তাদের ডিভাইসে Apple Music ইনস্টল করে আলোচ্য অফারের সুফল উপভোগ করতে পারবেন।

Show Full Article
Next Story