Flipkart ও Amazon সেলে পাবেন অন্যদের থেকে বেশি ডিসকাউন্ট, এই ৫টি কৌশল অবশ্যই জেনে নিন

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের উৎসবের সেল। অনলাইন ক্রেতাদের জন্য এই দুই প্ল্যাটফর্ম নিয়ে...
Julai Modal 20 Sept 2024 8:22 AM IST

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের উৎসবের সেল। অনলাইন ক্রেতাদের জন্য এই দুই প্ল্যাটফর্ম নিয়ে আসছে Big Billion Days Sale এবং Great Indian Festival Sale। যেখানে ফোন সহ বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্টের পাশাপাশি বিভিন্ন ডিল দেওয়া হবে। তবে আপনি চাইলে Flipkart Big Billion Days Sale ও Amazon Great Indian Festival সেল থেকে কেনাকাটা করার সময় অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। এরজন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। আসুন জেনে নেওয়া যাক কী কী কৌশল অবলম্বন করলে সেলে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

ব্যাঙ্ক কার্ড অফারের লাভ ওঠান

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ক্রেতারা বিভিন্ন ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ছাড় পাবেন। এবছর অ্যামাজন তাদের সবচেয়ে বড় সেলের জন্য SBI ব্যাঙ্কের সাথে হাত মিলিয়েছে। আর ফ্লিপকার্ট HDFC ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে বিগ বিলিয়ন ডেজ সেলের আনছে। এছাড়াও Amazon Pay, ICICI Bank কার্ড এবং Flipkart Axis Bank কার্ডের মাধ্যমেও ক্যাশব্যাক পাওয়া যাবে।

আর্লি অ্যাক্সেসের সুবিধা নিন

অ্যামাজন প্রাইম মেম্বার ও ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা অন্যান্যদের থেকে ২৪ ঘণ্টা আগে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ও বিগ বিলিয়ন ডেজ সেলের সুবিধা নিতে পারবেন। অর্থাৎ ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২৬ সেপ্টেম্বর থেকে এই মেম্বারদের জন্য সেলের দরজা খুলে দেওয়া হবে। সেলের আর্লি অ্যাক্সেসে সেই সমস্ত প্রোডাক্ট সহজেই কিনে নেওয়া যাবে যেগুলি দ্রুত আউট অফ স্টক হয়ে যাবে বা স্টক কম হয়ে আসায় পরে দাম বাড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: Airtel লঞ্চ করল 26 টাকার দুর্দান্ত রিচার্জ প্ল্যান, পাবেন 1.5 জিবি ইন্টারনেট ডেটা

এক্সচেঞ্জ অফারের সুবিধা নিন

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে লোভনীয় এক্সচেঞ্জ অফার থাকবে। এর পাশাপাশি দেওয়া হবে এক্সচেঞ্জ বোনাস। অর্থাৎ আপনি সাধারণ এক্সচেঞ্জ ভ্যালুর পাশাপাশি অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন।

লিমিটেড টাইম ডিলের সুবিধা নিন

ফ্লিপকার্ট এবং অ্যামাজনের ফেস্টিভ সেলে লিমিটেড টাইম ডিল দেওয়া হবে। এই ডিলগুলিতে খুব সময়ের জন্য কোনো নির্দিষ্ট প্রোডাক্ট অনেক কম দামে কেনা যাবে। তাই লিমিটেড টাইম ডিলের সময় আগেভাগে দেখে রেখে ওই সময় কেনাকাটা করলে কিছু টাকা সাশ্রয় করা যাবে।

ইন-অ্যাপ পেমেন্ট অপশন ব্যবহার করুন

ফ্লিপকার্ট ও অ্যামাজন বিভিন্ন ইন অ্যাপ অপশনের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা দেয়। এর মাধ্যমে ক্রেতারা অর্থ সাশ্রয় করে কেনাকাটা করতে পারেন। উদাহরণস্বরূপ, ফ্লিপকার্ট পে লেটার বা সুপারকয়েনের মাধ্যমে কেনাকাটা করা যায়। আবার অ্যামাজনে কেনাকাটা করার সময় ক্রেতারা অ্যামাজন পে ইউপিআই ব্যবহার করতে পারেন।

Show Full Article
Next Story