5G Roll out: ভারতে দ্রুত ৫জি পরিষেবা চালু করতে মরিয়া TRAI, শীঘ্রই হবে স্পেক্ট্রাম নিলাম

নির্ধারিত সময়সীমার মধ্যে 5G স্পেক্ট্রাম নিলাম সংক্রান্ত যাবতীয় প্রস্তাব পেশ করতে বদ্ধপরিকর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ...
SUPARNAMAN 1 March 2022 9:36 PM IST

নির্ধারিত সময়সীমার মধ্যে 5G স্পেক্ট্রাম নিলাম সংক্রান্ত যাবতীয় প্রস্তাব পেশ করতে বদ্ধপরিকর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI)। এক্ষেত্রে দেশের টেলিকম নিয়ামক সংস্থাটি প্রাণপণে ডট (DoT) -এর নির্দেশ অনুসরণ করার চেষ্টা করছে। উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই কেন্দ্রীয় ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা ডট (DoT) অতি সত্বর 5G স্পেক্ট্রাম নিলাম সম্পর্কিত প্রস্তাব পেশের জন্য ট্রাইয়ের (TRAI) উদ্দেশ্যে এক লিখিত অনুরোধবার্তা প্রেরণ করে। এতে দেরী হলে 5G নেটওয়ার্ক রোলআউট আরো পিছিয়ে যাবে বলে DoT সেখানে জানায়। ফলত এরপর থেকেই TRAI আগের তুলনায় আরো দ্রুত বেগে তাদের কাজে অগ্রসর হয়েছে।

সীমাবদ্ধতা সত্ত্বেও সময়সীমার মধ্যে নিজেদের কাজ শেষ করতে মরিয়া TRAI

সংবাদ সংস্থা Financial Express -এর রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে একাধিক সীমাবদ্ধতা সত্ত্বেও ট্রাই খুব দ্রুত আসন্ন নিলাম সংক্রান্ত প্রস্তাব পেশ করার চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে নিয়ামক সংস্থাটিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ইচ্ছেকেও স্মরণে রাখতে হচ্ছে। যারা অবগত নন তাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর কার্যালয় আগামী ১৫ই আগস্ট, ২০২২ তারিখে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে নবপ্রজন্মের 5G নেটওয়ার্ক লঞ্চ করতে আগ্রহী। সেজন্যেও ট্রাই অপেক্ষাকৃত দ্রুততার সঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছে।

এদিকে সাম্প্রতিক অন্যান্য রিপোর্টের মতে নির্ধারিত সময়সীমার মধ্যে ট্রাই তাদের প্রস্তাব জমা দিলে আগামী মে মাস নাগাদ দেশে 5G স্পেক্ট্রাম নিলামের আয়োজন করা হতে পারে। যদিও এক্ষেত্রে সামান্য দেরী হলে নিলামের সময় জুন বা জুলাই মাসে পিছিয়ে যেতে পারে বলেও সামনে এসেছে।

প্রসঙ্গত বলে রাখা দরকার যে 5G স্পেক্ট্রাম নিলামের সময় ডট, স্পেক্ট্রাম ব্যান্ডের মূল্য সহ অন্যান্য বিষয়ে ট্রাইয়ের প্রস্তাবগুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তাছাড়া ইতিমধ্যে টেলকোগুলির পক্ষ থেকেও ডট এবং ট্রাইয়ের কাছে এ সংক্রান্ত একাধিক অনুরোধ-উপরোধ পৌঁছে গিয়েছে। যেমন টেলকোগুলি স্পেক্ট্রামের মূল্য ৯০ শতাংশ কমানোর জন্য আবেদন করেছে। এতে তারা একেবারে ন্যূনতম মূল্যে 5G পরিষেবা সরবরাহ করতে পারবে বলে তাদের দাবী। যদিও এক্ষেত্রে তাদের আবেদন গ্রাহ্য না হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে 5G রোলআউটের কথা মাথায় রেখে DoT টেলিকম নিয়ামক সংস্থাকে সত্বর তাদের প্রস্তাব পেশের অনুরোধ জানালেও এজন্য প্রয়োজনীয় সময় গ্রহণের দরকার রয়েছে। তেমনটা না হলে TRAI -এর পক্ষে টেলিকম মহল সহ স্টেকহোল্ডারদের সন্তুষ্টিবিধান অসম্ভব হবে বলে আমাদের ধারণা।

Show Full Article
Next Story