5G চালু হলে কর্মসংস্থান বাড়বে, বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের উদ্যোগ TSSC এর

ভারতে ডিজিটাল যোগাযোগের ব্যবস্থা উন্নত হওয়ার সাথে সাথেই তা ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরী করবে বলে মতামত জানালেন টেলিকম সেক্টর স্কিল কাউন্সিল বা TSSC -এর…

ভারতে ডিজিটাল যোগাযোগের ব্যবস্থা উন্নত হওয়ার সাথে সাথেই তা ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরী করবে বলে মতামত জানালেন টেলিকম সেক্টর স্কিল কাউন্সিল বা TSSC -এর সিইও (CEO) অরবিন্দ বালি। এক্ষেত্রে তাদের সংস্থা বেকার যুবক-যুবতীদের উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ করে দেবে বলেও TSSC প্রধান সংবাদমাধ্যমে জানিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তার এই ঘোষণাকে কেন্দ্র করে কর্মহীন মহলে আশার সঞ্চার হয়েছে।

5G কানেক্টিভিটিকে কেন্দ্র করে বৃদ্ধি পাবে কর্মদক্ষদের চাহিদা

আসলে ডিজিটাল কানেক্টিভিটির পরিসরে দ্রুত বদল আসার ফলে বর্তমানে সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ও কর্মদক্ষ শ্রমদানকারীদের চাহিদা বেড়েছে। যেমন আসন্ন 5G ব্যবস্থার প্রসারের কথাই ধরা যেতে পারে। দেশজুড়ে উন্নত 5G যোগাযোগ ব্যবস্থা ছড়িয়ে দিতে হলে টেলকোগুলিকে সর্বত্র খুব তাড়াতাড়ি নতুন রেডিও ও মোবাইল সাইট স্থাপন করতে হবে। এজন্য তাদের বিপুল পরিমাণ কর্মদক্ষ শ্রমদানকারীর দরকার পড়বে। এই চাহিদা পূরণের জন্য টিএসএসসি আগ্রহী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ সরবরাহ করবে বলে প্রকাশ্যে এসেছে।

প্রসঙ্গত বলা দরকার, বর্তমানে প্রায় সারা দেশে 4G নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। তবে এখনো পর্যন্ত উক্ত পরিষেবার উন্নয়ন ও প্রসারের জন্য দক্ষ শ্রমশক্তির প্রয়োজন যারা যথাযথভাবে প্রশিক্ষিত হবেন। 5G স্পেক্ট্রাম নিলামের পর পরবর্তী প্রজন্মের সেই পরিষেবা সরবরাহের ক্ষেত্রে শেষোক্ত চাহিদা আরো বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে টিএসএসসি’র সহায়তায় যুবক-যুবতীরা উত্তম রূপে প্রশিক্ষণ গ্রহণের সেই চাহিদা মেটাতে সক্ষম হবেন।

ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে একাধিক কলেজ ও উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাত মেলাচ্ছে TSSC

ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দানের জন্য টিএসএসসি সম্প্রতি দেশের একাধিক কলেজ ও উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে উদ্যোগী হয়েছে। নেটওয়ার্ক প্রযুক্তির ক্রমাগত উন্নতির সাথে তাল মিলিয়ে তারা আগ্রহীদের প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা সরবরাহ করবেন বলে প্রতিষ্ঠানের সিইও অরবিন্দ বালি মন্তব্য করেছেন।

আসলে সময়ের সাথে সাথে দেশের অপেক্ষাকৃত গ্রাম্য এলাকাতেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে। এর সাথে পাল্লা দিয়েই বেড়েছে ডিজিটাল কানেক্টিভিটির চাহিদা। সেই চাহিদা পূরণের জন্য বর্তমানে শ্রমদক্ষদের ব্যাপক সহাবস্থান জরুরি যারা নিজেদের কাজে সেরাটা দিতে পারবেন। এক্ষেত্রে TSSC প্রশিক্ষণের দায়িত্ব গ্রহণ করলে ভবিষ্যতে তার দ্বারা হাজার হাজার যুবক-যুবতীর বেকারত্ব ঘুচতে পারে যা অত্যন্ত আশাজনক ব্যাপার।