আগামী মাসে ভারতে চালু হবে 5G নেটওয়ার্ক, শুরুতে এই ১৩টি শহরে মিলবে পরিষেবা

সবেমাত্র ভারতে বহু প্রতীক্ষিত স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হয়েছে। আর এই নিলামে প্রয়োজনীয় স্পেকট্রাম খরিদ করে Reliance Jio...
Anwesha Nandi 8 Aug 2022 11:04 PM IST

সবেমাত্র ভারতে বহু প্রতীক্ষিত স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হয়েছে। আর এই নিলামে প্রয়োজনীয় স্পেকট্রাম খরিদ করে Reliance Jio (রিলায়েন্স জিও), Bharti Airtel (ভারতী এয়ারটেল) এবং Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই)-এর মত শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরগুলি ইতিমধ্যেই দেশে তাদের 5G (৫জি) পরিষেবা চালু করার শেষ ধাপে কাজ করছে। শুধু তাই নয়, এই সংস্থাগুলি ঘোষণাও করেছে যে তারা চলতি মাসে মানে আগস্টেই পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবার ওপর থেকে পর্দা সরাবে। কিন্তু সম্প্রতি দ্য হিন্দু বিজনেসলাইনের রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৯শে সেপ্টেম্বর ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ইভেন্টের উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে 5G নেটওয়ার্ক চালু করবেন। অর্থাৎ 5G পরিষেবা ভারতীয়দের হাতের মুঠোয় আসতে আর দেড় মাস সময় লাগবে।

আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি 5G চালুর দিনক্ষণ

ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ৫জি চালুর তারিখ ঘোষণা করেনি। তবে টেলিকম মন্ত্রী অশ্বিনী যাদব বলেছেন যে, অক্টোবর মাসের কাছাকাছি সময়ে আসন্ন নেটওয়ার্কের রোলআউট করা হবে। সেক্ষেত্রে এটি আইএমসি (IMC) ইভেন্টের টাইমলাইনের সাথে সঙ্গতিপূর্ণ, তাতে সন্দেহ নেই। সুতরাং পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরের শেষে ৫জির আনুষ্ঠানিক লঞ্চ হওয়ার বিষয়টি নিছক জল্পনা নয়।

ভারতের স্পেকট্রাম নিলামের মূল্য দাঁড়িয়েছে ১.৫ লক্ষ কোটি টাকা

সম্প্রতি ৫জি স্পেকট্রাম নিলামের মাধ্যমে টেলিকম সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় স্পেকট্রাম অনুমোদন ও বরাদ্দ করা হয়েছে। স্পেকট্রাম নিলামের শেষে সরকারের মোট অর্জিত হয়েছে ১.৫ লক্ষ কোটি টাকা। এক্ষেত্রে দেশের তিনটি প্রধান টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার পাশাপাশি আদানি ডেটা নেটওয়ার্ক (Adani Data Network) নামের নতুন কোম্পানিও ৫জি নিলামে যোগ দিয়েছে। আর, এর মধ্যে একা মুকেশ আম্বানির সংস্থাই মোট ৮৮,০৭৮ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে।

এই শহরগুলিতে প্রথমে 5G সার্ভিস মিলবে

ভারতী এয়ারটেল ইতিমধ্যেই জানিয়েছে যে তারা আগস্টের শেষের দিকে দেশে ৫জি নেটওয়ার্ক স্থাপন করা শুরু করবে। অন্যদিকে রিলায়েন্স জিও ৭৫তম স্বাধীনতা দিবসের দিনে (১৫ই আগস্ট) তার ৫জি নেটওয়ার্ক উন্মোচন করবে। এক্ষেত্রে প্রথম পর্যায়ে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, কলকাতা, লখনউ, মুম্বাই এবং পুনেসহ ১৩টি শহরে ৫জি পরিষেবা চালু হবে। পরে দেশের বাকি জায়গায় এটি উপলব্ধ হবে।

Show Full Article
Next Story