ভারতে 6 গুন বৃদ্ধি পেল 5G স্মার্টফোনের চাহিদা, বেশি বিক্রি হচ্ছে হাই বাজেট রেঞ্জের ফোন

সারা দেশে আনুষ্ঠানিকভাবে 5G লঞ্চ এখন আর কিছু সময়ের অপেক্ষা। তার আগেই দেশীয় বাজারে 5G স্মার্টফোনের চাহিদা তরতরিয়ে...
SUPARNAMAN 22 Jan 2022 10:14 AM IST

সারা দেশে আনুষ্ঠানিকভাবে 5G লঞ্চ এখন আর কিছু সময়ের অপেক্ষা। তার আগেই দেশীয় বাজারে 5G স্মার্টফোনের চাহিদা তরতরিয়ে বাড়ছে। বাজার সমীক্ষাকারী সংস্থা Counterpoint Research -এর পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালের তুলনায় ২০২১ সালে দেশে স্মার্টফোন সরবরাহের হার ৬ গুণ বৃদ্ধি পেয়েছে! আজ্ঞে হ্যাঁ, এর ফলে সামগ্রিক মোবাইল বিক্রিও প্রভাবিত হয়েছে বলে সমীক্ষকেরা জানিয়েছেন। পরিসংখ্যানের মতে ২০২১ সালে সরবরাহ হওয়া সমস্ত স্মার্টফোনের ১৭ শতাংশ 5G ডিভাইস। আলোচ্য সেগমেন্টের স্মার্টফোন সরবরাহে এই বাড়তি জোয়ারের কারণ হিসেবে বিগত কয়েক মাসে এন্ট্রি লেভেল 5G স্মার্টফোনের দাম কমার ঘটনাকে দায়ী করা হচ্ছে, যা অস্বীকার করার কোন উপায় নেই।

Covid ভীতি সাথে নিয়েই বাড়ছে নতুন স্মার্টফোন বিক্রি

অরিজিনাল ইক্যুইপমেন্ট প্রস্তুতকারক (OEM) সংস্থাগুলির পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ার সাথে সাথেই বাজারে 5G স্মার্টফোনের দামে উল্লেখযোগ্য পতন চোখে পড়েছে। এর ফলে সামগ্রিকভাবে বেড়েছে মোবাইল সরবরাহের হার। Counterpoint Research সংস্থার পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে সারা দেশে মোট ১৬৯ মিলিয়ন স্মার্টফোন সরবরাহ হয়েছে যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে! এক্ষেত্রে বার্ষিক হিসেবে প্রায় ১১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে সারা বছর ধরে বজায় থাকা কোভিড-ভীতির মধ্যেই ক্রেতারা নতুন স্মার্টফোন কিনেছেন। স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলির পক্ষে এটি নিঃসন্দেহে ভালো খবর।

উন্নত স্মার্টফোন অভিজ্ঞতার খোঁজে মশগুল ক্রেতামহল

সমীক্ষাকারী সংস্থা কাউন্টারপয়েন্টের সামনে আনা পরিসংখ্যানে আরেকটি উল্লেখযোগ্য প্রবণতাও চোখে পড়েছে। দেখা গেছে বর্তমানে অপেক্ষাকৃত সস্তা দরের ডিভাইস বেছে নেওয়ার বদলে ক্রেতারা ভালো স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। এজন্য একটু বেশি টাকা খরচ করতেও তাদের আপত্তি নেই। তাই আলোচ্য বছরে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা মূল্যের স্মার্টফোনের বাজার শেয়ার প্রায় ৪৭ শতাংশ! অন্যদিকে ২০২০ সালের তুলনায় এসময় ১০,০০০ টাকা বা তার কম মূল্যের স্মার্টফোন সরবরাহে ৫ শতাংশ ঘাটতি চোখে পড়েছে যা ক্রেতাদের উপরোক্ত প্রবণতাকেই স্পষ্ট করে।

এছাড়া কাউন্টারপয়েন্টের পরিসংখ্যান অনুযায়ী ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা বা তার থেকে বেশি দামের স্মার্টফোন সেগমেন্টে বাৎসরিক বৃদ্ধির হার ১০০ শতাংশ! এটাও প্রমাণ করে যে বর্তমানে ভারতীয়রা শুধু যেন তেন প্রকারের 4G স্মার্টফোন চয়ন করেই ক্ষান্ত হচ্ছেন না। এক্ষেত্রে তাদের চাহিদা বদলে যাচ্ছে। তারা বেছে নিচ্ছেন তুলনামূলক উন্নত ব্যবহারিক অভিজ্ঞতা সম্পন্ন স্মার্টফোন। তাই আগামীদিনেও অপেক্ষাকৃত বেশি দামের স্মার্টফোন সরবরাহ বৃদ্ধি পেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবেনা বলেই আমাদের অভিমত।

Show Full Article
Next Story