5G Spectrum Auction: নিলামের প্রথম দিনেই দাদাগিরি Reliance Jio-র, ১৫ই আগস্ট চালু হচ্ছে 5G?
5G স্পেকট্রাম নিলামের প্রথম দিন রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে এক নয়া দৃষ্টান্তের জন্ম দিল রিলায়েন্স জিও (Reliance Jio),...5G স্পেকট্রাম নিলামের প্রথম দিন রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে এক নয়া দৃষ্টান্তের জন্ম দিল রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) এর মতো দেশের প্রাইভেট টেলকোগুলি। আজ্ঞে হ্যাঁ, গতকাল, ২৬শে জুলাই, স্পেকট্রামের দর হিসেবে উল্লিখিত অপারেটরেরা যে পরিমাণ টাকা সরকারের হাতে তুলে দিয়েছে তা দেখে সাধারণ মানুষ থেকে টেলিকম বিশেষজ্ঞ, সকল পক্ষেরই চক্ষু চড়কগাছ! জনপ্রিয় সংবাদ সংস্থা ET Telecom জানিয়েছে, এই শেষোক্ত টাকার পরিমাণ প্রায় ১,৪৫,০০০ কোটি! এর মধ্যে Reliance Jio এককভাবেই খরচ করেছে ৮১,০০০ কোটি টাকা।
5G স্পেকট্রাম নিলামের প্রথম দিন রেকর্ড পরিমাণ অর্থ খরচ প্রাইভেট টেলকোগুলির
উল্লেখ্য, ইতিপূর্বে স্পেকট্রাম নিলামের এক দিনে সর্বাপেক্ষা বেশি খরচের রেকর্ড ছিল ১,০৯,০০০ কোটি টাকা। কিন্তু গতকাল 5G নিলামের প্রথম দিনে সংগৃহীত মোট অর্থের পরিমাণ ২০১৫ সালের উল্লিখিত রেকর্ডকে অতিক্রম করেছে। এক্ষেত্রে বিস্মিত হওয়া খুব স্বাভাবিক, কেননা ২০১৫ সালে নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণকারী টেলকোর সংখ্যা বর্তমানের চেয়ে বেশি ছিল। সেদিক থেকে মাত্র চারটি কোম্পানির (যার মধ্যে একটি আবার অলাভজনক সংস্থা হিসেবে চিহ্নিত এবং অপর একটি নবাগত) উপস্থিতিতে স্পেকট্রামের দর হিসেবে ১.৪৫ লক্ষ কোটি টাকা জমা আমাদের হতবাক করে বৈকি।
নিলামের প্রথম দিনে ব্যাপক পরিমাণে অর্থ খরচের ফলে দ্বিতীয় দিন টেলকোগুলি খুব বেশি আগ্রাসীভাবে স্পেকট্রামের জন্য দর হাঁকবে বলে মনে হয়না। বিশেষ করে Jio'র অবস্থান এক্ষেত্রে অনেকখানি নিস্পৃহ হতে পারে।
এদিকে নিলামের প্রথম দিন রেকর্ড ১.৪৫ লক্ষ কোটি টাকা সংগ্রহের পর টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে 5G চালুর জন্য নাগরিকদের চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে ১৫ই আগস্ট প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5G রোলআউট পিছিয়ে যেতে পারে কিনা, তা স্পষ্ট নয়।
পরিশেষে জানিয়ে রাখি, নিলাম শুরুর দিন রিলায়েন্স জিও ব্যয়বহুল ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫জি স্পেকট্রাম ক্রয়ের ক্ষেত্রে সবথেকে বেশি জোর দিয়েছে। ফলে সংস্থার খরচের বহর বেড়েছে অনেকখানি। তবে এই ৭০০ মেগাহার্টজের এয়ারওয়েভ ক্রয়ের কারণেই ভবিষ্যতে Jio -র 5G তথা 4G নেটওয়ার্কে উন্নতি লক্ষ্য করা যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা।