5G Spectrum: মাত্র ১০০ কোটি টাকা নিয়ে নিলামে নামছে আদানি গ্রুপ, Jio জমা করল ১৪০০০ কোটি টাকা
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৬শে জুলাই, অর্থাৎ পরবর্তী মঙ্গলবার ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা ডট (DoT) -এর...দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৬শে জুলাই, অর্থাৎ পরবর্তী মঙ্গলবার ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা ডট (DoT) -এর তত্ত্বাবধানে আয়োজিত হতে চলেছে পঞ্চম প্রজন্মের (5G) স্পেকট্রাম নিলাম। Airtel, Jio, Vi -এর পাশাপাশি উক্ত নিলামে অংশ নেবে নবাগত আদানি গ্রুপ। তবে আগ্রাসী কায়দায় নয়, বরং এক্ষেত্রে কিছুটা সময় নিয়েই বিনিয়োগে অগ্রসর হতে চাইছে এই সংস্থা। নিলাম উপলক্ষে ইতিমধ্যে ইএমডি (EMD) বা আর্নেস্ট মানি ডিপোজিট রূপে সংস্থার তরফে ১০০ কোটি টাকা জমা করা হয়েছে। অন্যান্য টেলকোর চেয়ে এই লগ্নি অনেকটাই কম। সেক্ষেত্রে গৌতম আদানি চালিত এই সংস্থাটিকে স্পেকট্রাম নিলামে সেভাবে লিপ্ত হতে নাও দেখা যেতে পারে।
স্পেকট্রাম নিলামের পূর্বে আগাম হিসেবে কত টাকা জমা করলো Jio, Vi, Airtel ?
স্পেকট্রাম নিলামের আগে আদানি গোষ্ঠী যখন আগাম ১০০ কোটি টাকা জমা করে তাদের লগ্নির পূর্বাভাস দিয়েছে, ঠিক সেই সময় Jio, Airtel এবং Vi ইএমডি (EMD) পরিমাণ হিসেবে জমা দিয়েছে, যথাক্রমে - ১৪,০০০, ৫,৫০০ এবং ২,২০০ কোটি টাকা। এছাড়া উক্ত সব সংস্থাই নিলামের অ্যাপ্লিকেশন বা আবেদনের মূল্য হিসেবে ১,০০,০০০ টাকা জমা করেছে বলে, DoT জানিয়েছে।
উল্লেখ্য, উপরের আবেদনকারীরা আসন্ন নিলামে নির্দিষ্ট লাইসেন্সড সার্ভিস এরিয়ায় (LSA) উপলব্ধ যে কোনো ব্যান্ডের জন্য দর হাঁকতে পারবেন। যেমন রিলায়েন্স গ্রুপের অধীনস্থ সংস্থা জিও ৭০,০০০ কোটি টাকা দরের স্পেকট্রামের জন্য ঝাঁপাতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২১ সালে জিও, এয়ারটেল ও ভিআই স্পেকট্রাম নিলামের পূর্বে যথাক্রমে ১০,০০০, ৩,০০০ এবং ৪৭৫ কোটি টাকা জমা করেছিল। এই নিলামের পরে দেখা যায় কিছু নির্দিষ্ট ব্যান্ডে উপলব্ধ ৪৮৮.৩৫ মেগাহার্টজের স্পেকট্রামের জন্য ৫৭,১২২.৬৫ কোটি টাকা খরচ করে জিও সর্বোচ্চ দর প্রদায়ক হিসেবে উঠে এসেছে। একই নিলামে ৩৫৫.৪৫ মেগাহার্টজ (MHz) এয়ারওয়েভের জন্য Airtel ১৮,৬৯৮.৭৫ কোটি টাকা খরচ করে। নিলামে Vi খরচ করে মাত্র ১,৯৯৩.৪০ কোটি টাকা।