শীঘ্রই চালু হচ্ছে 5G পরিষেবা? জুনের শুরুতেই হচ্ছে স্পেকট্রাম নিলাম

এগিয়ে আসছে 5G স্পেকট্রাম নিলামের দিনক্ষণ। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রীর বক্তব্যে অন্তত সেকথারই আভাস মিলেছে। ২৮শে এপ্রিল অর্থাৎ গতকাল, বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে টেলিকম মন্ত্রী…

এগিয়ে আসছে 5G স্পেকট্রাম নিলামের দিনক্ষণ। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রীর বক্তব্যে অন্তত সেকথারই আভাস মিলেছে। ২৮শে এপ্রিল অর্থাৎ গতকাল, বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে, নির্ধারিত সময়ের মধ্যে 5G স্পেকট্রাম নিলামের আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। সেক্ষেত্রে টেলকোগুলির জন্য আগামী জুন মাসের গোড়াতেই স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হবে বলে তিনি দাবি করেন।

জুন মাসের গোড়াতেই হবে 5G স্পেকট্রাম নিলাম – কেন্দ্রীয় মন্ত্রী

জুন মাসের শুরুতেই যাতে স্পেকট্রাম নিলামের বন্দোবস্ত করা যায়, সেজন্য কেন্দ্রের টেলিকম বিভাগ সর্বসাধ্য দিয়ে প্রচেষ্টা চালাচ্ছে বলেও মন্ত্রী এদিন উল্লেখ করেন। আপাতত তারা স্পেকট্রাম মূল্য নিয়ে টেলিকম ক্ষেত্রের অভ্যন্তরীণ যাবতীয় মতানৈক্য দূর করার চেষ্টায় লেগে রয়েছেন যা সুষ্ঠুভাবে নিলাম পরিচালনার কাজে সহায়ক হবে।

জানিয়ে রাখি, দ্রুত 5G রোলআউটের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে ভারতের টেলিকম নিয়ামক সংস্থা বা TRAI ইতিমধ্যে নিলাম সংক্রান্ত তাদের পরামর্শ সরকারের কাছে পেশ করেছে। এই পরামর্শগুলি খতিয়ে দেখে তবেই সরকারের তরফ থেকে 5G স্পেকট্রাম নিলামের আয়োজন করা হবে বলে আমাদের ধারণা।

৭.৫ লক্ষ কোটি টাকার এক মহা-নিলাম পরিকল্পনা পেশ করলো TRAI

উল্লেখ্য, নিজেদের সুপারিশে ট্রাই (TRAI) ৩০ বছরের জন্য ১ লক্ষ মেগাহার্টজেরও বেশি স্পেকট্রাম বরাদ্দের উপরে ৭.৫ লক্ষ কোটি টাকার এক মহা-নিলাম পরিকল্পনা সামনে এনেছে। তবে ২০ বছরের জন্য আলোচ্য রেঞ্জের স্পেকট্রাম বরাদ্দকরণের ক্ষেত্রে নিলামের সামগ্রিক মূল্য দাঁড়াবে ৫.০৭ লক্ষ কোটি টাকা।

স্পেকট্রাম মূল্য কমা সত্ত্বেও অখুশি Jio, Airtel, Vi

পরিশেষে বলতে হয়, Jio, Airtel, Vi প্রমুখ বেসরকারি টেলকোদের দীর্ঘ আবেদন মেনে ট্রাই স্পেকট্রাম মূল্য পূর্বের তুলনায় অনেকাংশে লাঘব করেছে। সেক্ষেত্রে স্পেকট্রামের দাম কমিয়ে দেওয়া হয়েছে পূর্বমূল্যের নিরিখে প্রায় ৩৯ শতাংশ। কিন্তু নিয়ামক সংস্থার এহেন দাক্ষিণ্যের পরেও সন্তুষ্ট নয় বেসরকারি টেলকোগুলি। তাদের বক্তব্য, আন্তর্জাতিক দরের থেকে টেলিকম নিয়ামক সংস্থার বেধে দেওয়া স্পেকট্রাম মূল্য অনেকটাই বেশি। তাই তারা কিছুতেই TRAI -এর উপরে সন্তুষ্ট হতে পারছেনা।