5G Spectrum Auction: নিলামের প্রথম দিনে Airtel, Vi কে পেছনে ফেললো Jio, কে কত খরচ করল
গতকাল, ২৬শে জুলাই দেশে বহু প্রতীক্ষিত 5G স্পেকট্রাম নিলামের সূচনা হয়েছে। এই প্রতিবেদন রচনাকালে উক্ত নিলাম পদার্পণ করেছে...গতকাল, ২৬শে জুলাই দেশে বহু প্রতীক্ষিত 5G স্পেকট্রাম নিলামের সূচনা হয়েছে। এই প্রতিবেদন রচনাকালে উক্ত নিলাম পদার্পণ করেছে দ্বিতীয় দিনে। প্রাপ্ত সংবাদমতে 5G নিলামের প্রথম দিন প্রাইভেট টেলকোগুলি বিশেষজ্ঞদের অনুমানের তুলনায় কিছুটা বেশি অর্থই খরচ করেছে। এ ব্যাপারে বাকি অপারেটরদের পেছনে ফেলেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। ইতিমধ্যেই নিলামে তারা ৮১,০০০ কোটি টাকা খরচ করেছে বলে প্রকাশ্যে এসেছে। সমীক্ষাকারী সংস্থা আইসিআইসিআই সিকিউরিটিসের (ICICI Securities) বক্তব্য, অধিক ব্যয়বহুল ৭০০ মেগাহার্টজের স্পেকট্রাম কেনার প্রচেষ্টায় শামিল হতে গিয়েই Reliance Jio -র খরচ অন্যদের ছাপিয়ে গিয়েছে।
অন্যদিকে নিলামের প্রথম দিনে এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া বা Vi যথাক্রমে ৪৫,০০০ ও ১৮,৪০০ কোটি টাকা খরচ করেছে। উল্লেখ্য, এদিন মূলত ৭০০, ৮০০, ৯০০, ১৮০০, ২১০০, ২৫০০, ৩৩০০ মেগাহার্টজ (MHz) এবং ২৬ গিগাহার্টজের (GHz) ব্যান্ডে উপলব্ধ স্পেকট্রামের জন্য দর জমা পড়েছে।
নিলামের প্রথম দিনে Reliance Jio খরচ করেছে ভিত্তিমূল্যের দ্বিগুণ পরিমাণ টাকা!
আজ্ঞে হ্যাঁ, ICICI Securities -এর বক্তব্য, নিলামের প্রথম দিন Jio'র সামগ্রিক খরচ (৮১,০০০ কোটি টাকা) প্রত্যাশার নিরিখে অনেকটাই বেশি। সর্বভারতীয় ক্ষেত্রে শুধু ৭০০ মেগাহার্টজের (MHz) স্পেকট্রাম কিনতে গিয়েই জিও'র তরফ থেকে খরচ করা হয় ৩৯,৩০০ কোটি টাকা। এছাড়াও ৩৩০০ মেগাহার্টজের ব্যান্ড থেকে ২২০০ মেগাহার্টজ স্পেকট্রাম (সার্কেল পিছু ১০০ মেগাহার্টজ) কেনার জন্য জিও ৩১,৭০০ কোটি টাকা খরচ করেছে। সর্বোপরি ২৬ গিগাহার্টজের ব্যান্ডে ১৭,৬০০ মেগাহার্টজ, ৮০০ মেগাহার্টজের ব্যান্ডে ২০ মেগাহার্টজ এবং ১৮০০ মেগাহার্টজের ব্যান্ডে ২০ মেগাহার্টজের স্পেকট্রাম সংগ্রহের লক্ষ্যে জিও যথাক্রমে ৫,৬০০, ১,০৬০ ও ২,৫০০ কোটি টাকা খরচ করেছে।
অপরপক্ষে, ব্যয়িত ৪৫,০০০ কোটি টাকার মধ্যে এয়ারটেল ৯০০ মেগাহার্টজের ব্যান্ডে ১৩ মেগাহার্টজ (কেবল C সার্কেলে), ১৮০০ মেগাহার্টজের ব্যান্ডে ৪৪ মেগাহার্টজ (মোট ৯টি সার্কেলে), ২১০০ মেগাহার্টজের ব্যান্ডে ৩০ মেগাহার্টজ স্পেকট্রাম কেনার উদ্দেশ্যে খরচ করেছে যথাক্রমে ৩৬০, ৪,৭০০ এবং ২,৭০০ কোটি টাকা।
এছাড়া ৩৩০০ মেগাহার্টজের ব্যান্ডে ২২০০ মেগাহার্টজ এবং ২৬ গিগাহার্টজের ব্যান্ডে মোট ১৭৬০০ মেগাহার্টজ স্পেকট্রাম ক্রয় করতে Airtel যথাক্রমে ৩১,৭০০ ও ৫,৬০০ কোটি টাকা ব্যয় করেছে।
সর্বোপরি, ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vi) নিলামে ব্যয়িত ১৮,৪০০ কোটি টাকার মধ্যে ৩৩০০ মেগাহার্টজের ব্যান্ড থেকে ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম ক্রয়ে খরচ করেছে ১৫,২০০ কোটি টাকা। এছাড়া নিলামপর্বের শুরুর দিনে নবাগত আদানি গ্রুপ (Adani Group) স্পেকট্রাম কিনতে খরচ করেছে ৯০০ কোটি টাকা।