5G চালু হতে বিলম্ব? DoT ও তথ্য সম্প্রচার মন্ত্রকের কাজে অখুশি TRAI

যথাসময়ে স্পেক্ট্রাম সংক্রান্ত সুপারিশ জমা দিলেও সেই অনুযায়ী কাজ না এগোনোর ফলে সরকারের প্রতি বিরক্ত জাতীয় টেলিকম...
SUPARNAMAN 8 April 2022 2:30 PM IST

যথাসময়ে স্পেক্ট্রাম সংক্রান্ত সুপারিশ জমা দিলেও সেই অনুযায়ী কাজ না এগোনোর ফলে সরকারের প্রতি বিরক্ত জাতীয় টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই (TRAI)। এ নিয়ে তারা সম্প্রতি দেশের টেলিযোগাযোগ দপ্তর অর্থাৎ ডট (DoT) এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MIB) বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছে। আসলে TRAI -এর সুপারিশগুলি বাস্তবায়িত করতে হলে DoT এবং MIB উভয়পক্ষকেই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। অথচ বাস্তবে ক্রমাগত টালবাহানার জন্য তারা একাজে ব্যর্থ হচ্ছে যা তাদের প্রতি ট্রাইয়ের (TRAI) ক্ষোভকে আরো বাড়িয়ে তুলছে বলে নানা সংবাদমাধ্যমে উঠে এসেছে।

DoT এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ধীর গতির কাজে অখুশি TRAI

সংবাদ সূত্রে উঠে আসা খবর অনুযায়ী, ট্রাইয়ের তরফ থেকে একথা প্রকাশ্যে দাবি করা হয়েছে যে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত না নিলে তাদের সুপারিশগুলি সমস্ত গুরুত্ব হারাবে। বিশেষত প্রযুক্তিগত উন্নতির সাথে তাল মিলিয়ে কাজ করতে না পারলে পুরো ব্যাপারটাই বিফলতায় পর্যবসিত হবে বলে ট্রাইয়ের অভিমত। সেজন্য সুপারিশ মেনে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তরকে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছে।

তাছাড়া ইতিপূর্বে সুপারিশ গ্রহণের পরেও সরকার সেগুলিকে বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে অনীহা দেখিয়েছে। তাই জমা পড়ার পরে দীর্ঘদিন কেটে গেলেও বহু সুপারিশ কার্যকর হয়নি। অথবা এমন সময় কার্যকর হয়েছে যখন সেটি প্রায় সমস্ত দিক থেকেই গুরুত্বহীন। বর্তমানে এমনটা ঘটলে তা যে টেলিকম পরিষেবার উন্নয়নে বাধার সৃষ্টি করবে, ট্রাইয়ের তরফ থেকে সেটা যথেষ্ট স্পষ্টভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্পেক্ট্রাম ব্যবহারের চার্জ সংক্রান্ত হিসেব, ট্রাফিক নিয়ন্ত্রণ চর্চা (বা Traffic Management Practices/TMP) ছাড়াও আরো একাধিক ক্ষেত্রের জন্য ট্রাই কিছু সুপারিশ এর আগে সরকারের কাছে জমা দেয়। অথচ এখনো পর্যন্ত সরকার তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্তে এসে পৌঁছতে পারেনি বলে ট্রাই জানিয়েছে।

সর্বোপরি কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক বা এমআইবি'র তরফ থেকেও তাদের বেশ কিছু পরামর্শ উপেক্ষা করা হয়েছে বলে TRAI -এর অভিযোগ। বিশেষ করে ভারতে ডিজিটাল টেরেস্ট্রিয়াল ব্রডকাস্টিং অথবা DTT, সেট-টপ বক্স সম্পর্কিত সুপারিশ সহ আরো একাধিক ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে এমআইবি খুবই দেরি করে, যা নিয়ামক সংস্থাকে কার্যক্ষেত্রে হতাশ করেছে। তাই TRAI কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিক্রিয়া জানানোর একটি যথাযথ ব্যবস্থা চেয়ে আবেদন করেছে, যাতে সরকারি দপ্তরগুলি একটি সুপারিশ গ্রহণ বা বর্জন সম্পর্কে তাদের স্পষ্ট সিদ্ধান্ত জানাতে পারে।

Show Full Article
Next Story