5G লঞ্চ হওয়ার আগেই দেশে শুরু 6G-র কাজ, কবে চালু হচ্ছে নতুন নেটওয়ার্ক পরিষেবা?

নেটদুনিয়া তথা প্রযুক্তিমহলের প্রধান চর্চার বিষয় (পড়ুন 'হট টপিক') এখন 5G (৫জি) নেটওয়ার্ক। বহু প্রতীক্ষিত স্পেকট্রাম...
Anwesha Nandi 9 Aug 2022 10:34 PM IST

নেটদুনিয়া তথা প্রযুক্তিমহলের প্রধান চর্চার বিষয় (পড়ুন 'হট টপিক') এখন 5G (৫জি) নেটওয়ার্ক। বহু প্রতীক্ষিত স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া শেষ হতেই Jio, Airtel এবং Vi-রা সকলেই আসন্ন নেটওয়ার্ক পরিষেবা চালু করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী ঘোষণা করেছেন যে, আগামী অক্টোবরের মধ্যেই ভারতে 5G পরিষেবা পাওয়া যাবে। ফলে স্বাভাবিকভাবেই একাংশ ভারতীয় 5G নেটওয়ার্ক লাইভ হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে এটি চালু হওয়ার আগেই, সরকার 6G (৬জি) নেটওয়ার্কের উদ্ভাবনের কাজ এগিয়ে রাখতে চাইছে বলে খবর মিলেছে।

দেশে 6G-র বিকাশের প্রস্তুতি শুরু হয়েছে

রাজ্য কমিউনিকেশন বিভাগের মন্ত্রী দেবুসিংহ চৌহান, সম্প্রতি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন রিজিওনাল স্ট্যান্ডার্ডাইজেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন বলেছেন যে, এই বছরের শেষ নাগাদ ৫জি পরিষেবার জন্য দেশীয় টেলিকম গিয়ার পাওয়া যাবে। তবে প্রায় এক মাসের মধ্যে দেশে এই মোবাইল পরিষেবা চালু হবে, যা প্রতিটি সেক্টরে উন্নয়নের প্রভাব বাড়াবে। সেক্ষেত্রে এই নেটওয়ার্ক চালু হওয়ার বা ৫জি হাতের মুঠোয় আসার আগেই সরকার দেশে ৬জি বিকাশ করতে উৎসাহী হয়েছে। এমনকি সরকারের তরফে একটি ৬জি প্রযুক্তি উদ্ভাবন গ্রুপও স্থাপন করা হয়েছে বলে দেবুসিংহ জানান।

তাঁর মতে সরকার দেশীয় ডিজাইন সমৃদ্ধ, ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্স টেলিকম প্রযুক্তির প্রচার করতে চাইছে। আর এই পরিকল্পনার অংশ হিসেবে সম্পূর্ণ দেশীয় ৫জি টেস্ট বেড তৈরি করা হয়েছে, যা এই নেটওয়ার্কের উপাদানগুলি পরীক্ষা করতে সাহায্য করবে। সেক্ষেত্রে ৬জি নেটওয়ার্কের ইউজাররা ৫জির থেকে উন্নত অভিজ্ঞতা পাবেন।

5G এবং ভারত

সম্প্রতি সরকার ৫জি স্পেকট্রাম নিলামে শেষে মোট ১.৫ লক্ষ কোটি টাকার বর্ণালী বিক্রি করেছে। আর প্রয়োজনীয় স্পেকট্রাম হাতে পাওয়ায় টেলিকম কোম্পানিগুলিও জোরকদমে কাজ চালু করেছে। ফলে শীঘ্রই যে দেশে ৫জি পরিষেবা ভারতে লাইভ হবে, তাতে কোনো সন্দেহ নেই! সেক্ষেত্রে ৫জি পরিষেবা চালু হলে এর স্পিড ৪জির চেয়ে ১০ গুণ বেশি হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story