7 Ring: ভারতের প্রথম কন্টাক্টলেস পেমেন্ট রিং লঞ্চ হল, এখন কিনলে পাবেন প্রায় 50 শতাংশ ছাড়

আজ অর্থাৎ ৮ই নভেম্বর ভারতের প্রথম কন্টাক্টলেস পেমেন্ট রিং হিসাবে 7 Ring লঞ্চ হল। গত সেপ্টেম্বর মাসে আয়োজিত 'গ্লোবাল...
SUPARNA 9 Nov 2023 12:22 AM IST

আজ অর্থাৎ ৮ই নভেম্বর ভারতের প্রথম কন্টাক্টলেস পেমেন্ট রিং হিসাবে 7 Ring লঞ্চ হল। গত সেপ্টেম্বর মাসে আয়োজিত 'গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৩' ইভেন্ট চলাকালীন প্রথম এই গ্যাজেট প্রকাশ্যে নিয়ে আসা হয়। আর এখন অর্থাৎ ২ মাস অপেক্ষার পর অবশেষে ডিভাইসটি আত্মপ্রকাশ করলো। জানিয়ে রাখি, '7' নামের একটি দেশীয় টেক ব্র্যান্ড 'ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া' (NPCI) -এর সাথে অংশীদারিত্বে এই অনন্য রিংটি ডেভলপ করেছে।

বিশেষত্বের কথা বললে, 7 Ring ডিভাইসটি NFC কানেক্টিভিটির সাথে এসেছে। এটি তথাকথিত ব্যাঙ্ক কার্ড, Samsung Pay এবং Apple Pay -তে ব্যবহৃত ট্যাপ-এন্ড-পে পদ্ধতি দ্বারা চালিত। যদিও সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে, একই পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা হলেও এটি আরো বেশি নিরাপদ সিকিউরিটি সিস্টেম অফার করে। চলুন 7 Ring -এর দাম, প্রাপ্যতা এবং কনফিগারেশন সম্পর্কে জেনে নেওয়া যাক…

ভারতে 7 Ring এর দাম ও লভ্যতা

ভারতে ৭ রিং -এর দাম ৭,০০০ টাকা রাখা হয়েছে। তবে 'আর্লি বার্ড' অফারের অংশ হিসাবে সংস্থাটি সীমিত সময়ের জন্য তাদের এই নয়া গ্যাজেটটি ৪,৭৭৭ টাকায় বিক্রি করার ঘোষণা করেছে। সেল অফারের কথা বললে, ক্রেতারা মাসিক ৮২৯ টাকার ৬ মাসের বৈধতাসম্পন্ন ইএমআই বিকল্পের অধীনে এই স্মার্ট পেমেন্ট রিং কিনতে পারবেন। সংস্থাটি উক্ত ডিভাইসের সাথে ৫৫ মাসের ভ্যালিডিটি এবং ১ বছরের ওয়ারেন্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে জানিয়ে রাখি, ৭ রিং এই মুহূর্তে শুধুমাত্র সেইসকল ক্রেতাদের জন্যই উপলব্ধ, যারা ব্র্যান্ডের থেকে ইনভাইট কোড পেয়েছেন৷

প্রসঙ্গত, ৭ রিং ক্রেতারা বেশ কয়েকটি আকর্ষনীয় রিওয়ার্ড-ও পাবেন। এর মধ্যে সামিল রয়েছে - দেশের শীর্ষস্থানীয় রিটেল স্টোর থেকে কেনার ক্ষেত্রে ক্যাশব্যাকের সুবিধা। এছাড়া পেমেন্ট মাইলস্টোন সম্পন্ন করলে উপহার দেওয়া হবে।

7 Ring এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন 7 Ring স্টাইলিশ ডিজাইনের সাথে এসেছে এবং এটি এরোস্পেস-গ্রেড, স্ক্র্যাচ-প্রতিরোধী জিরকোনিয়া সিরামিক (ZrO2) দ্বারা নির্মিত। এই স্মার্ট পেমেন্ট রিংটি আয়নার মতো রিফ্লেক্টিভ ফিনিশিং সহ এসেছে এবং হীরের মতো চকচকে। সংস্থাটি ইউজারদের ত্বকের খেয়াল রাখতে এর ভিতরে হাইপোঅ্যালার্জেনিক রেসন ব্যান্ড ব্যবহার করেছে। আবার এই আংটি IP68 সার্টিফায়েড হওয়ায়, ১০০% জল ও ধুলো প্রতিরোধী। এছাড়া ডিভাইসটি RoHS সার্টিফাইডও। যার অর্থ এই আংটিতে ক্ষতিকারক বা বিপজ্জনক কোনো উপাদান নেই। আর এটি আরামদায়ক ফিট সহ মোট সাতটি সাইজে উপলব্ধ।

আগেই বলেছি, 7 Ring NFC প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। আবার EMVco সার্টিফায়েড হওয়ার কারণে, এটি বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্যাঙ্কিং নেটওয়ার্কগুলি দ্বারা ব্যবহৃত পেমেন্ট যন্ত্রগুলির ন্যায় এক সমান সিকিউরিটি স্ট্যান্ডার্ড অফার করবে৷

ব্যবহারের কথা বললে, এই স্মার্ট রিংটি সক্রিয় করতে ইউজারদের একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে তার সাথে নিজেদের UPI বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে। এরপর প্রিপেইড ওয়ালেট সেটআপ করা যাবে। যদিও পেমেন্ট কিন্তু অ্যাপের মাধ্যমে নয় বরং রিংটি দিয়ে করতে হবে।

তদুপরি, ইউজারদের প্রাথমিক একটি 'নো ইউওর কাস্টম' (KYC) ভ্যারিফিকেশন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। এই যাচাইকরণ-পর্ব সম্পন্ন হলে তারা ১০,০০০ টাকার মাসিক ট্রানজ্যাকশন করে অ্যাপে তাদের প্রিপেইড ওয়ালেট চালু করতে পারবেন। পরবর্তীতে একটি ভিডিও KYC প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে ট্রানজ্যাকশন-লিমিট ২,০০,০০০ টাকা পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া জানা যাচ্ছে, এই অ্যাপ ইউজারদের 7 Ring দ্বারা করা সম্পূর্ণ ট্রানজ্যাকশন-হিস্ট্রি চেক করতে দেবে, একই সাথে দৈনিক ব্যয়ের সীমাবদ্ধতা তৈরি করবে এবং ডিভাইসটি হারিয়ে গেলে ওয়ালেট ব্লক করবে।

কার্যকারিতার কথা বললে, একবার ইউপিআই অ্যাকাউন্ট অ্যাপের সাথে সেটআপ হয়ে গেলে ইউজাররা তাদের 7 Ring -টি যেকোনো PoS মেশিনের কাছাকাছি এনে অর্থপ্রদান করতে পারবেন। তবে পেমেন্ট তখনি হবে, যখন ইউজাররা হাত মুঠো করে থাকবেন। যদি হাতের চেটো খোলা অবস্থায় থাকে তবে কিন্তু এই রিংটি কাজ করবে না।

সংস্থার দাবি অনুযায়ী, 7 Ring হল একটি প্যাসিভ ওয়্যারেবল যা PoS মেশিন থেকে পাওয়ার নেয়। যেকারণে এই ডিভাইস চার্জ করার কোনও ঝামেলা নেই। এছাড়া, এটি একটি ক্লাউড-ভিত্তিক ডিজিটাল প্রিপেইড ওয়ালেটের সাথে সংযুক্ত থাকবে। তবে ভারতের বাইরে কোনো দেশে গেলে এই স্মার্ট রিংটির মাধ্যমে অর্থপ্রদান করা যাবে না। কারণ NPCI -এর পক্ষ থেকে বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Show Full Article
Next Story