Viral: জীবনের অন্তিম পর্যায়ে এসে স্বপ্নপূরণ, নতুন গাড়ি কিনে গোটা শহর পরিক্রমায় বছর তিরাশির যুবক!

‘যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ’। আমাদের মানব জীবনে নিত্যদিন কতই না সাধ জাগে মনে। কিন্তু সব সাধ কি আর পূরণ হয়! তবে মনের জেদ যদি অত্যাধিক…

‘যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ’। আমাদের মানব জীবনে নিত্যদিন কতই না সাধ জাগে মনে। কিন্তু সব সাধ কি আর পূরণ হয়! তবে মনের জেদ যদি অত্যাধিক পরিমাণে প্রকট হয়ে ওঠে, তবে অনেক অসম্ভবকেই বাস্তবায়িত করা যায়। হ্যাঁ মনের জোর, যার কাঁধেই ভর করে মুম্বাইয়ের নিবাসী ৮৩ বছর বয়সে তাক লাগালেন বিশ্ববাসীকে। সম্প্রতি তিনি একটি নতুন Maruti Suzuki WagonR গাড়ি বাড়ি নিয়ে এসেছেন। মনে হতে পারে এতে অবাক হওয়ার মত কি বার হয়েছে? এই প্রসঙ্গে বলে রাখি, গাড়িটি কোনো চালককে দিয়ে চালানোর বদলে ওই ৮৩ বছরের ‘যুবক’ পূর্ণ উদ্যমে নিজেই চালাচ্ছেন।

আসলে দীর্ঘদিনের স্বপ্নকে পর্যবসিত করার সুযোগ, যা একদমই হাতছাড়া করতে চাননি তিনি। ইনস্টাগ্রামে হিউম্যানস অফ বোম্বে পেজে প্রকাশিত সেই পোস্টটিতে ‘লাইক’-এর সংখ্যা ১.৪৫ লক্ষেরও অধিক। অন্যদিকে পোস্টটিতে হাজারের অধিক নেটিজেন বিভিন্ন মন্তব্য করেছেন। নেট মাধ্যমে ওই ভদ্রলোক লিখেছেন, নিজের সন্তানসন্ততিদের লেখাপড়া শেখানোর পাশাপাশি সংসারের বোঝা টানতে গিয়ে হাতফেরতা গাড়ি ছাড়া নতুন গাড়ি কেনার ক্ষমতা কুলিয়ে ওঠেনি।

৬ মাস আগে তিনি পুনরায় একটি হাতফেরতা গাড়ি কেনার পরিকল্পনা করেন। কিন্তু যাদের জন্য তিনি তাঁর জীবনের মূল্যবান সময় ও সঞ্চয়টুকু উজাড় করে দিয়েছেন, সেই সন্তানরাই তাঁকে এবার নতুন গাড়ি কেনার জন্য অনুপ্রেরণা জোগায়। শুধু অনুপ্রেরণা জুগিয়েই ক্ষান্ত থাকেননি তাঁর সুযোগ্য সন্তানরা, নিজের বাবাকে চমকে দিতে তাঁরা একটি ব্র্যান্ড নিউ মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti Suzuki WagonR) গাড়ি কিনে নিয়ে আসেন। গাড়িটি বাড়িতে ডেলিভারি পেয়ে তাঁদের পিতা বিস্ময়ের পাশাপাশি আনন্দে আপ্লুত হয়ে ওঠেন।

গাড়িটি পেয়ে ওই ৮৩ বছর বয়সী ভদ্রলোকের প্রতিক্রিয়া, “৮৩ বছর বয়সে আমি অবশেষে একটি নতুন গাড়ি পেয়েছি। আমি তারুণ্য অনুভব করছি। আমার সন্তানরা আমায় এটি উপহার দিয়েছে, যা আমার সামনে নিয়ে আসা হয়। তখন সবাই হাসতে আরম্ভ করে! আমি সম্পূর্ণ বিস্মিত হয়ে গিয়েছিলাম! এরপর আমরা সবাই মিলে কেক কাটি… আমি একে একে সবাইকে গাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি। এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিবস হয়ে থাকবে!” তিনি আরো জানান, গাড়িটি ডেলিভারি পাওয়ার দিন তাঁর নাতি ২৬ বছরে পা দিলেও তিনি যৌবনের উদ্যম অনুভব করছেন।