Viral: ডিজিটাল ইন্ডিয়ায় গলায় QR ঝুলিয়ে ভিক্ষা যুবকের, সমাজমাধ্যমে ছড়ালো ভিডিও, শুরু বিতর্কও!

মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এই এক দশকে ভারতের জীবনযাত্রা অনেকটা বদলে গেছে। বিশেষত স্মার্টফোন এবং...
techgup 26 March 2024 12:05 PM IST

মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এই এক দশকে ভারতের জীবনযাত্রা অনেকটা বদলে গেছে। বিশেষত স্মার্টফোন এবং ইন্টারনেটের তুমুল ব্যবহারের কারণে টাকা আদান-প্রদানের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। এখন পকেটে-মানিব্যাগে নগদ টাকা রাখার বদলে, ডিজিটাল ইন্ডিয়ার মানুষ অনলাইন পেমেন্টেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা কয়েক ক্লিকে টাকা ট্রান্সফার, যেকোনো ধরণের বিল মেটানো, রিচার্জ থেকে শুরু করে দোকানে-বাজারে বা অটো-রিক্সায় QR কোড দিয়ে দাম চোকাচ্ছেন। কিন্তু তাই বলে এই পেমেন্ট সিস্টেম দিয়ে ভিক্ষাও করবে মানুষ? এ কি অদ্ভুত ব্যাপার? শুনতে অবাক লাগলেও, এমনটা এখন ভারতে সত্যিই ঘটছে। হালফিলে সোশ্যাল মিডিয়ায় সেইসব ঘটনা ভাইরালও হচ্ছে। যেমন সম্প্রতি এক ভিখারিকে অনলাইন মাধ্যমে ভিক্ষা চাইতে দেখে কার্যত নড়েচড়ে বসেছে সমাজমাধ্যম। ঘটনাটি অসমের গুয়াহাটির।

QR কোড দিয়ে ভিক্ষা চাইছেন যুবক: ভাইরাল ভিডিও

ভারতের শহরে-রাস্তায় ভিক্ষুকদের ঘোরাফেরার ছবি একেবারেই অপরিচিত নয়। বাসে-ট্রেনে, স্টেশন-বাজারে এমনকি ট্র্যাফিকের মধ্যেও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাত পাততে দেখা যায়। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে অসমের গুয়াহাটি এলাকায় এক ভিখারিকে অনলাইনে ভিক্ষা চাইতে দেখা গেছে, যা এত আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বয়েসে যুবক ওই ভিক্ষুকের নাম দশরথ, যে গলায় কিউআর কোড ঝুলিয়ে সিগন্যালে পাস হওয়া গাড়ি থামিয়ে মানুষজনের থেকে ভিক্ষাবৃত্তি চালায়।

https://twitter.com/somanigaurav/status/1771835409250816458

আসলে কংগ্রেস তথা বিরোধী দলনেতা গৌরব সোমানি, তাঁর এক্স (X, টুইটারের নতুন নাম) অ্যাকাউন্ট থেকে দশরথের ভিক্ষা চাওয়ার অদ্ভুত ভিডিওটি শেয়ার করেছেন। তাঁর ভিডিওতে ওই যুবক ভিখারিকে গাড়ি থামিয়ে দুজনের থেকে ভিক্ষা নিতে দেখা গেছে, একজন তাকে 10 টাকা ইউপিআই করেছেন। সেক্ষেত্রে গৌরব সোমানি সমালোচনা করে লিখেছেন – এই ঘটনা প্রমাণ করছে যে প্রযুক্তির আসলে কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু এই 'উন্নতির' ছবি চিন্তার কারণ, এটি দেশের আর্থসামাজিক অবস্থানের প্রতিবন্ধকতাকে সূচিত করে।

এর আগেও এমন ভিডিও ভাইরাল হয়েছে

তবে যতো আশ্চর্যজনক লাগুক বা সমালোচনা হোক না কেন, এই ধরণের ঘটনা প্রথম ঘটল এমন নয়। এর আগে বিহারে এক 40 বছরের যুবককে অনলাইনে ভিক্ষা করতে দেখা গিয়েছিল। এছাড়া একটি বাচ্চা মেয়ের কিউআর কোড নিয়ে ভিক্ষা চাওয়ার ভিডিও-ও বেশ ভাইরাল হয়।

Show Full Article
Next Story
Share it