Aadhaar Update Deadline: আধার কার্ডের বয়স ১০ বছর? বিনামূল্যে আপডেট করার সময়সীমা বাড়াল UIDAI
বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়াল আধার কর্তৃপক্ষ। এটি তাদের জন্য বিশেষ ভাবে প্রযোজ্য যারা ১০ বছরে একবারও আপডেট করেননি এই পরিচয়পত্র। তারিখ পেরিয়ে গেলে একই কাজ করার জন্য দিতে হবে ৫০ টাকা।
Aadhaar Card Update Deadline: বিনামূল্যে আপডেট করা যাবে আধার কার্ড। সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর ২০২৪ করেছে আধার কর্তৃপক্ষ। এই তারিখ পর্যন্ত আধার কার্ড রিভিউ করে ভুলগুলি সংশোধন করতে পারবেন। উক্ত তারিখ পর্যন্ত কাজটি ‘MyAadhaar’ পোর্টালে বিনামূল্যে করা যাবে। তারিখ পেরিয়ে গেলে একই কাজের জন্য দিতে হবে ৫০ টাকা।
এটি তাদের জন্য বিশেষ ভাবে প্রযোজ্য যারা ১০ বছরে একবারও আপডেট করেননি আধার কার্ড। কারণ ১০ বছরে একাধিক তথ্য বদলে যেতে পারে। তাই কোনও অসুবিধায় পড়ার আগে আধার কার্ড আপডেট করার পরামর্শ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
আধার আপডেট থাকলে সঠিক প্রমাণীকরণ এবং পরিষেবা পাওয়া যাবে। যদিও এই কাজ বাধ্যতামূলক নয়, তবে কর্তৃপক্ষের কাছে আপনার আপ-টু-ডেট রেকর্ড বজায় রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ।
আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হল -
বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ ১৪ ডিসেম্বর, ২০২৪ রাখা হয়েছে। আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস, ২০১৬ অনুসারে, একজন আধার নম্বর ধারক, তাকে নির্ধারিত আধার নম্বর তৈরির তারিখ থেকে ১০ বছরের সময় পূর্ণ করার পরে, নথি বা পরিচয়ের প্রমাণ দিয়ে আবেদন জমা করে অন্তত একবার তথ্য আপডেট করতে পারবেন।
অনলাইনে আধার কার্ড আপডেট করার পদ্ধতি
~ এর জন্য প্রথমে myAadhaar পোর্টালে ভিজিট করুন।
~ তারপর আপনার আধার নম্বর এবং OTP দিয়ে লগ ইন করুন।
~ এবার ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করুন।
~ এখানে গাইডলাইনগুলো পড়ে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন৷
~ তারপর পরিচয় এবং ঠিকানার বৈধ প্রমাণ আপলোড করতে হবে। (যেমন, পাসপোর্ট, ভোটার আইডি, বা রেশন কার্ড)।
ডকুমেন্ট জমা দেওয়ার পর আধার আপডেটের স্টেটাস দেখার জন্য একটি পরিষেবা অনুরোধ নম্বর (SRN) পাবেন।
বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়াল আধার কর্তৃপক্ষ। এটি তাদের জন্য বিশেষ ভাবে প্রযোজ্য যারা ১০ বছরে একবারও আপডেট করেননি এই পরিচয়পত্র। তারিখ পেরিয়ে গেলে একই কাজ করার জন্য দিতে হবে ৫০ টাকা।