Aadhaar Update Online: তিনমাস বিনামূল্যে আধার কার্ড আপডেটের ঘোষণা UIDAI এর

অনলাইনে আধার কার্ড আপডেট (Online Aadhaar Update) করতে চাইলে সুখবর। আগামী তিন মাস অনলাইনে আধার আপডেট করার জন্য কোনও চার্জ...
techgup 16 March 2023 1:45 PM IST

অনলাইনে আধার কার্ড আপডেট (Online Aadhaar Update) করতে চাইলে সুখবর। আগামী তিন মাস অনলাইনে আধার আপডেট করার জন্য কোনও চার্জ নেওয়া হবে না বলে বুধবার জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আগে এরজন্য ৫০ টাকা দিতে হতো। তবে এখন থেকে আধার কার্ডধারীরা বিনামূল্যে অনলাইনে তথ্য আপডেট করতে পারবেন। যদিও অফলাইনে অর্থাৎ ফিজিক্যাল আধার সেন্টারে গিয়ে নিজের Aadhaar আপডেট করলে আগের মতোই ৫০ টাকা চার্জ দিতে হবে।

Aadhaar Update করতে কতদিন ফি দিতে হবে না

বিনামূল্যে আধার কার্ড আপডেট ১৫ মার্চ, ২০২৩ থেকে ১৪ জুন, ২০২৩ পর্যন্ত করা যাবে। অর্থাৎ ২০২৩ সালের ১৪ জুনের আগে আধার আপডেটে কোনও চার্জ লাগবে না।

আসলে আধার কার্ড ইস্যু করার পরে প্রায় ১০ বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে অনেকের ঠিকানা, নাম পরিবর্তিত হয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে ইউআইডিএআই (UIDAI) সমস্ত আধার কার্ড আপডেট করার পরামর্শ দিয়েছে। আর আধার আপডেটের গতি অনলাইনে বাড়ানোর জন্য সরকার ফি বাতিল করেছে।

অনলাইনে Aadhaar Card Update কীভাবে করবেন

1: সর্বপ্রথম 'myAadhaar portal' -এ যান এবং 'Update your Aadhaar Online' অপশনে ক্লিক করুন।

2: এরপর যে তথ্য আপডেট করতে চান সেটি সিলেক্ট করে 'Proceed' করুন।

3: এরপর একটি নতুন উইন্ডো খুলবে, যাতে আপনাকে আপনার ১২ ডিজিটের আধার নম্বর এন্টার করুন। এরপর সেন্ড ওটিপি তে ক্লিক করুন।

4: এর পরে আপনার রেজিস্টার্ড নম্বরে ওটিপি পাঠানো হবে, যা এন্টার করতে হবে।

5: এর পর ডকুমেন্ট আপলোড করুন।

6: এবার আপনি ১৪-ডিজিটের URN নম্বর পাবেন। এই URN নম্বর ব্যবহার করে আপনি আপডেটের স্ট্যাটাস জানতে পারবেন।

Show Full Article
Next Story