Aadhaar Card: আধার কার্ডে কতবার নাম, জন্মতারিখ, লিঙ্গ পরিবর্তন করা যায় জেনে নিন

আধার হল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কর্তৃক জারি করা ১২ ডিজিটের এক ইউনিক নম্বর, যার মধ্যে ইউজারের ব্যক্তিগত তথ্যাদির পাশাপাশি আইরিশ স্ক্যান এবং…

আধার হল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কর্তৃক জারি করা ১২ ডিজিটের এক ইউনিক নম্বর, যার মধ্যে ইউজারের ব্যক্তিগত তথ্যাদির পাশাপাশি আইরিশ স্ক্যান এবং আঙুলের ছাপের মতো বায়োমেট্রিক বিবরণ মজুত থাকে। বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে আমাদের দেশের সর্বত্র গ্রাহ্য। এটি প্রতিটি নাগরিকের পরিচয় বহন করে। তাছাড়া নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল কানেকশন গ্রহণ, সর্বত্র বৈধ আধার কার্ডের উপস্থিতি বাধ্যতামূলক। এমনকি বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করতে চাইলেও আধার কার্ড থাকা একান্ত জরুরি। সেজন্য আধার কার্ডে সঠিক নাম, ঠিকানা, ফোন নম্বর এবং জন্মতারিখ থাকা খুবই গুরুত্বপূর্ণ। 

তবে অনেক ক্ষেত্রেই আধার কার্ডে নাম, জন্মের তারিখ ভুল থাকে। আবার এক জায়গা থেকে আরেক জায়গায় এলে ঠিকানা পরিবর্তন করারও প্রয়োজন হয়। এখন UIDAI আধার কার্ডধারীদের অনলাইনে একাধিক ভুল সংশোধনের সুযোগ দেয়। এছাড়া এনরোলমেন্ট সেন্টারে গিয়েও আমরা আধার কার্ডের ভুল সংশোধন করতে পারি।

তবে চাইলেই কিন্তু যতবার খুশি ততবার এই পরিবর্তনগুলি করা যাবে না। কেননা UIDAI ২০১৯ সালে ঘোষণা করেছিল যে, আধার কার্ডে নাম, জন্মতারিখ এবং লিঙ্গের মতো ডিটেলসগুলি কতবার পরিবর্তন করা যাবে তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। কিন্তু এই সম্পর্কিত তথ্যগুলি আমাদের অনেকের কাছেই অজানা। তাহলে চলুন, আধার কার্ড আপডেট সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এই প্রতিবেদনের মাধ্যমে একটু জেনে নেওয়া যাক।

আপনি কতবার আধার কার্ডে আপনার নাম আপডেট করতে পারবেন? 

UIDAI স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, কার্ডধারীরা সর্বাধিক দুবার আধার কার্ডে তাদের নাম পরিবর্তন করতে পারেন। 

আপনি কতবার আধার কার্ডে আপনার জন্ম তারিখ আপডেট করতে পারবেন? 

জন্মতারিখের ক্ষেত্রে UIDAI আরও কঠোর নিয়ম জারি করেছে, কারণ কার্ডধারীরা কেবলমাত্র একবারই আধার কার্ডে জন্মতারিখ আপডেট করতে পারবেন। উপরন্তু, আধারে উল্লিখিত জন্মতারিখের থেকে সর্বাধিক তিন বছর বেশি বা কমের মধ্যে জন্মসাল পরিবর্তন করা যাবে।

আধার কার্ডে আপনি কতবার আপনার জন্মগত লিঙ্গ সংক্রান্ত তথ্য আপডেট করতে পারেন? 

জন্মতারিখ পরিবর্তনের নিয়মের মতোই, কার্ডধারীরা মাত্র একবার আধার কার্ডে লিঙ্গ পরিবর্তন করতে পারবেন।

তবে উল্লেখ্য যে, উপরে উল্লিখিত নিয়মগুলির কিছু ব্যতিক্রমও রয়েছে, যা কার্যকর হতে পারে যদি কার্ডধারীরা UIDAI দ্বারা অনুমোদিত সর্বাধিক সময়ের বাইরে আধার কার্ডে নাম, জন্মতারিখ বা লিঙ্গ পরিবর্তন করতে চান। তবে সেগুলি নেহাতই অত্যন্ত ব্যতিক্রমী, যা নির্বাচিত কিছু ব্যক্তি বা ক্ষেত্রবিশেষে প্রযোজ্য হয়।