KYC নিয়ে নয়া নিয়ম জারি, আধার, প্যান, ভোটারের শেষ চারটি সংখ্যায় হবে সমস্ত কাজ
KYC ডেটা সুরক্ষিত করতে আধার, প্যান, ভোটার এবং ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের জন্য সময়সীমা বেধে দেওয়া হল। তারপর করলে একাধিক সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছে কেন্দ্র।
নো ইউর কাস্টমার বা KYC সম্পন্ন করা বাধ্যতামূলক। আপনি যে ডকুমেন্টই ব্যবহার করুন না কেন, সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। অপব্যাবহার রুখতে প্যান, আধার, ভোটার আইডি এবং ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের দ্রুত KYC সম্পন্ন করা নির্দেশ দিয়েছে সরকার। বেধে দেওয়া হয়েছে তারিখ। আগামী 20 জানুয়ারি, 2025 পর্যন্ত করা যাবে KYC যাচাইকরণ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে 20 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা আগে ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। আর্থিক পরিষেবা-সহ একাধিক কাজের জন্য বর্তমানে প্রয়োজন হয় KYC। যারা এখনও সেটি সম্পন্ন করেননি তাদের অতিরিক্ত সময় দিয়েছে সরকার। এই বিজ্ঞপ্তি আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নতুন প্রয়োজনীয়তার সাথে খাপ খাইয়ে নিতে এবং দ্রুত রূপান্তর নিশ্চিত করতে অতিরিক্ত সময় প্রদান করবে।
মাসকিং KYC সিস্টেম কীভাবে আপনাকে নিরাপদ রাখবে
এই নতুন সিস্টেমটি 20 জানুয়ারি থেকে লাগু হবে। কেওয়াইসি ডকুমেন্টে সংবেদনশীল তথ্য মাস্ক করতে সাহায্য করবে। এর অর্থ হল, ওই তারিখের পর আপনার আধার, প্যান, ভোটার আইডি এবং ড্রাইভিং লাইসেন্স নম্বরের শেষ চারটি সংখ্যা দৃশ্যমান হবে। এই সিস্টেমের লক্ষ্য ডেটা গোপনীয়তা এবং নিরাপত্তা জোরদার করা।
উল্লেখ্য, সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রি (CKYCRR) নতুন মাস্ক কেওয়াইসি সিস্টেমের প্রক্রিয়াটির রূপরেখা জমা দিয়েছে। 20 জানুয়ারি 2025 থেকে, নিবন্ধিত রিপোর্টিং সংস্থাগুলি (REs) শুধুমাত্র KYC শনাক্তকারী ডকুমেন্টের (যেমন আধার, PAN, ভোটার আইডি এবং ড্রাইভিং লাইসেন্স) শেষ চারটি সংখ্যা দেখাবে।
সম্পূর্ণ কেওয়াইসি রেকর্ড গ্রহণযোগ্য করে তুলতে, নিবন্ধিত রিপোর্টিং সংস্থাগুলিকে নিজস্ব প্রমাণীকরণ করতে হবে। পাশাপাশি মাস্কড কেওয়াইসি শনাক্তকারী বা একটি অনন্য CKYC রেফারেন্স আইডি ব্যবহার করে রেকর্ডটি ডাউনলোড করতে হবে। সংস্থাটি জানিয়েছে, এই টু-ফ্যাক্টর অথেন্টিফিকেশন সিস্টেমের উদ্দেশ্যে, ডেটা সুরক্ষা উন্নত করা এবং অননুমোদিত নিয়ন্ত্রণ প্রতিরোধ করা।
KYC ডেটা সুরক্ষিত করতে আধার, প্যান, ভোটার এবং ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের জন্য সময়সীমা বেধে দেওয়া হল। তারপর করলে একাধিক সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছে কেন্দ্র।