Aadhaar Update: কোনো ডকুমেন্ট ছাড়াই পরিবর্তন করুন আধার অ্যাড্রেস, জেনে নিন পদ্ধতি
How to Change Address in Aadhaar Card : নতুন চাকরির হাতছানিতে বা ব্যক্তিগত কোনো কারণবশত অনেকেই নিজেদের বাড়ি বদলাতে বাধ্য...How to Change Address in Aadhaar Card : নতুন চাকরির হাতছানিতে বা ব্যক্তিগত কোনো কারণবশত অনেকেই নিজেদের বাড়ি বদলাতে বাধ্য হয়। কিন্তু এরূপ স্থায়ীভাবে বাড়ি বদল করার আগে যে কাজটি করা প্রয়োজন তা হল, আধার কার্ডে (Aadhaar Card) নতুন ঠিকানা আপডেট করা। কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে শিক্ষাকেন্দ্র, অফিস এমনকি লোন বা মেডিকাল ইন্স্যুরেন্সের জন্য আবেদন করার ক্ষেত্রে উক্ত পরিচয়পত্রটি দরকার হয়। এমত পরিস্থিতিতে যদি আধার কার্ডে থাকা তথ্য বেঠিক প্রমাণিত হয়, তবে সমস্যায় পড়তে হয় আমাদের। তবে, পরিচয়পত্রে ডেটা আপডেট করার জন্য বিভিন্ন ডকুমেন্টের দরকার ভেবে অনেকেই এড়িয়ে যান। এক্ষেত্রে আপনাদের বলে দিই যে, এখন কোনও অ্যাড্রেস প্রুফ ছাড়াই আপনারা নিজেদের আধারে কার্ডে থাকা বাড়ির ঠিকানা আপডেট করতে পারেন। আজ্ঞে হ্যাঁ! কীভাবে এমনটা করতে হয় যদি না জেনে থাকেন, তবে আমাদের প্রতিবেদন থেকে আধার আপডেট করার পর্যায়ক্রমিক ধাপগুলি জেনে নিতে পারেন।
আধার কার্ডে ঠিকানা আপডেট করার পদ্ধতি (How to Update Address in Aadhaar Card) :
আপনি যদি সম্প্রতি বাড়ি স্থানান্তর করে থাকেন এবং আপনার কাছে নতুন বাসস্থানের কোনো শংসাপত্র না থাকে, তাহলেও চিন্তা করার কিছুই নেই। কেননা, এখন কোনও অ্যাড্রেস প্রুফ ছাড়াই আপনারা নিজেদের আধার কার্ডের ঠিকানা আপডেট করতে পারবেন। তবে এর জন্য আপনার 'আধার কার্ড যাচাইকারী' (Aadhaar Card Verifier)-এর প্রয়োজন হবে। এমনটা করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন:
১. 'Aadhaar Card Verifier'-এর মাধ্যমে ঠিকানা আপডেট করতে, প্রথমেই আপনাকে একটি ঠিকানা যাচাইকরণ চিঠির জন্য আবেদন করতে হবে। এর জন্য, আপনাকে UIDAI -এর আধিকারিক ওয়েবসাইটে গিয়ে 'আধার আপডেট' সেকশন থেকে 'রিকোয়েস্ট আধার ভ্যালিডেশন লেটার' (Request Aadhaar Validation Letter) অপশনে ক্লিক করতে হবে ।
২. তারপর, আপনার স্ক্রিনে 'সেলফ সার্ভিস আপডেট পোর্ট' (SSUP) উইন্ডো খুলবে। এখানে আপনাকে আপনার আধার কার্ড নম্বর লিখতে হবে।
৩. এবার আপনাকে 'Aadhaar Card Verifier'-এ আপনার আধার কার্ড নম্বর লিখতে হবে।
৪. একবার ভ্যারিফায়ার আধার কার্ড গ্রহণ করে নেওয়া হলেই, আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে।
৫. প্রেরিত এই এসএমএস -এ একটি লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটি OTP ঢুকবে আপনার মোবাইলে।
৬. এবার আপনাকে এই OTP এন্টার করতে হবে এবং ক্যাপচা কোড লিখতে হবে। তারপর, 'Verify' বোতামে ক্লিক করতে হবে।
৭. একবার যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে, একটি 'সার্ভিস রিকোয়েস্ট নম্বর' (SRN) আপনাকে এসএমএস -এর মাধ্যমে পাঠানো হবে।
৮. এর পরে আপনাকে 'সার্ভিস রিকোয়েস্ট নম্বর' -এর মাধ্যমে সাইটে লগ ইন করতে হবে এবং আপনার নতুন ঠিকানা ভ্যারিফাই বা যাচাই করাতে হবে।
৯. এবার আপনাকে একটি 'অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার' (Address Validation Letter) এবং 'সিক্রেট কোড' (Secret Code) পাঠানো হবে।
১০. এখন আপনাকে আধার আপডেট সেকশনে গিয়ে 'সিক্রেট কোড' এন্টার করতে হবে।
১১. আর একবার 'সিক্রেট কোড' জমা দিয়ে দিলেই, আপনার নতুন ঠিকানা আপনার আধার কার্ডে আপডেট হয়ে যাবে।