শীতকালে 50 শতাংশ ছাড়ে AC, এই পাঁচ 1.5 টন Split AC আপনার ঠান্ডা ঘর রাখবে গরম
গ্রীষ্মের অসহ্য গরম থেকে রেহাই পেতে, লোকেরা এয়ার কন্ডিশনার বা AC ব্যাপকভাবে ব্যবহার করে, তবে ঠান্ডার দিনে একে গুছিয়ে রেখে দেওয়া হয়। কিন্তু, আপনি জানেন কি, এখন এসি এতটাই উন্নত হয়ে গেছে যে শীতের দিনেও কাজে লাগতে পারে? বাজারে স্প্লিট এসি উপলব্ধ যা আপনাকে ঠান্ডায় গরম বাতাস দেয়।
Hot and Cold Split AC Discount Offer: শীতকাল এসে গেছে। ধীরে ধীরে ঠান্ডা তার রূপ দেখাতে শুরু করেছে। ঘন কুয়াশার কারণে শীঘ্রই রাজ্যের অধিকাংশ এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। গ্রীষ্মের অসহ্য গরম থেকে রেহাই পেতে, লোকেরা এয়ার কন্ডিশনার বা AC ব্যাপকভাবে ব্যবহার করে, তবে ঠান্ডার দিনে একে গুছিয়ে রেখে দেওয়া হয়। কিন্তু, আপনি জানেন কি, এখন এসি এতটাই উন্নত হয়ে গেছে যে শীতের দিনেও কাজে লাগতে পারে? বাজারে স্প্লিট এসি উপলব্ধ যা আপনাকে ঠান্ডায় গরম বাতাস দেয়।
এতদিন নিশ্চয়ই শুনে থাকবেন স্প্লিট এসির ব্যবহার শুধুমাত্র গরমের দিনে। কিন্তু এখন এমন এসিও কিনতে পারেন যা গ্রীষ্মে ঠান্ডা বাতাস দেবে কিন্তু শীতকালে আপনার ঘর দ্রুত গরম করবে। মজার বিষয় হল গরমের সময়ে এসির দাম অনেক বেড়ে গেলেও শীতে গরম বাতাস দেয় এমন এসি কিনতে বেশি টাকা ব্যয় করতে হয়না।
এই প্রতিবেদনে আমরা আপনাকে এই ধরনের কিছু এসির সম্পর্কে জানাতে চলেছি। এই এসিগুলি বাম্পার ছাড়ে এখন কেনা যাবে। আসুন এদের নাম ও দাম জেনে নেওয়া যাক।
শীতে স্বস্তি দেবে এই স্প্লিট এসি
Panasonic 7 in 1 Convertible 1.5 Ton Hot and Cold Split AC
এটি একটি প্রিমিয়াম স্প্লিট এসি। এতে আপনি ৭টি মোড পাবেন। গ্রীষ্ম ও শীত উভয় সময়েই এই এসি ব্যবহার করতে পারবেন। এতে টুইন কুল, পিএম 0.1 এয়ার পিউরিফায়ার ফিল্টারের মতো ফিচার রয়েছে। হট অ্যান্ড কোল্ড স্প্লিট এসির দাম 62,900 টাকা হলেও বর্তমানে এটি 33% ছাড়ে পাওয়া যাচ্ছে। এই অফারে আপনি মাত্র 41,990 টাকায় এটি কিনতে পারবেন। আপনি আপনার পুরানো স্প্লিট এসি এক্সচেঞ্জ করলে 5,000 টাকারও পেতে পারেন।
LG Super Convertible 5-in-1 Convertible 1.5 Ton Hot and Cold Split AC
এলজির এই এসি ডুয়াল ইনভার্টার ফিচারের সাথে এসেছে। এতে অ্যান্টি-ভাইরাস প্রোটেকশন পাওয়া যাবে। এটি শীতে গরম বাতাস দেয়। এই এসির দাম 89,900 টাকা। তবে এটি বর্তমানে 50% ছাড়ে পাওয়া যাচ্ছে। অফার সহ আপনি এটি মাত্র 44,990 টাকায় কিনতে পারবেন।
Blue Star 1.5 Ton 3 Star Hot and Cold Split AC
আপনি যদি ভোল্টাসের ফ্যান হয়ে থাকেন, তাহলে কোম্পানি আপনাকে দিচ্ছে দারুণ হট এন্ড কোল্ড এসি। এটি একটি ইনভার্টার এসি। এর দাম 69,250 টাকা, তবে আপাতত এর উপর 37% ছাড় দেওয়া হচ্ছে। অফারের কারণে এটি মাত্র 42,990 টাকায় কিনতে পারবেন। এর সঙ্গে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।
Daikin 1.5 Ton 3 Star Hot and Cold Split Inverter AC
শীতে দারুণ স্বস্তি দিতে পারে এই এসি। অন্যান্য এসির মতো এটিও ইনভার্টার এসি। এই স্প্লিট এসির দাম 61,300 টাকা হলেও এতে 25 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ডিসকাউন্ট থাকলে আপনি এটি মাত্র 45,660 টাকায় কিনতে পারবেন।
IFB 1.5 Ton 3 Star Hot and Cold Split AC
আইএফবির এই এয়ার কন্ডিশনারটি অনেক উন্নত ফিচার নিয়ে আসে। আপনি এই স্প্লিট এসিটি ওয়াইফাইয়ের সাথেও কানেক্ট করতে পারবেন। এটিও একটি ইনভার্টার এসি। ফ্লিপকার্টে এর দাম 72,990 টাকা, তবে বর্তমানে এর উপর 43% ছাড় দেওয়া হচ্ছে। ডিসকাউন্ট অফারে এটি মাত্র 41,490 টাকায় কিনতে পারবেন।
গ্রীষ্মের অসহ্য গরম থেকে রেহাই পেতে, লোকেরা এয়ার কন্ডিশনার বা AC ব্যাপকভাবে ব্যবহার করে, তবে ঠান্ডার দিনে একে গুছিয়ে রেখে দেওয়া হয়। কিন্তু, আপনি জানেন কি, এখন এসি এতটাই উন্নত হয়ে গেছে যে শীতের দিনেও কাজে লাগতে পারে? বাজারে স্প্লিট এসি উপলব্ধ যা আপনাকে ঠান্ডায় গরম বাতাস দেয়।