আবির্ভাবেই সকলকে চমকে দেবে আদানি গ্রুপ? স্পেকট্রাম নিলামের আগে চিন্তায় Jio, Airtel, Vi

সম্প্রতি সকলকে চমকে দিয়েই আসন্ন 5G স্পেকট্রাম নিলামে অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেছে গৌতম আদানি পরিচালিত আদানি গ্রুপ...
SUPARNAMAN 11 July 2022 11:19 AM IST

সম্প্রতি সকলকে চমকে দিয়েই আসন্ন 5G স্পেকট্রাম নিলামে অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেছে গৌতম আদানি পরিচালিত আদানি গ্রুপ (Adani Group)। আকস্মিক তাদের এহেন ঘোষণায় Reliance Jio, Vi, Airtel -এর মতো দেশীয় টেলিকম ক্ষেত্রের লব্ধপ্রতিষ্ঠ সংস্থাগুলি ইতিমধ্যেই আশঙ্কার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। এক্ষেত্রে স্বীকার করা প্রয়োজন যে আলোচ্য বিশেষ ক্ষেত্রে জিও বা এয়ারটেলের আশঙ্কা খুব একটা অমূলক নয়। 5G স্পেকট্রাম নিলাম অনুষ্ঠানের প্রাকমুহুর্তে আদানি গ্রুপের এই সক্রিয়তা সত্যিই তাদের ভবিষ্যতের অনেক পরিকল্পনা ভেস্তে দিতে পারে।

5G নেটওয়ার্কের সাথে শুধু B2B পরিষেবা সরবরাহেই মনোযোগী হবে আদানি গ্রুপ

5G স্পেকট্রাম নিলামের অংশগ্রহণের পূর্বে আদানি গ্রুপের পক্ষ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে যে বি২সি (B2C) নয়, বরং প্রাথমিকভাবে তারা শুধুমাত্র বি২বি (B2B) পরিষেবা সরবরাহেই মনোনিবেশ করবেন। সেক্ষেত্রে আপাতত সংস্থাটি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানগুলির জন্য প্রাইভেট নেটওয়ার্ক সার্ভিস প্রদানে এগিয়ে আসতে পারে। এর সাথে অবশ্য তারা এয়ারপোর্ট সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সাইবার সুরক্ষা প্রদানেও আগ্রহ দেখিয়েছে।

Jio, Airtel, Vi -কে বেগ দিতে হলে নবাগত আদানি গ্রুপকে যা করতে হবে

অবশ্য স্পেকট্রাম নিলামে অংশগ্রহণ করা সত্ত্বেও আদানি গ্রুপের পক্ষে কাঙ্ক্ষিত 5G পরিষেবা ক্ষেত্রে জাঁকিয়ে বসা বেশ কঠিন হবে। কারণ এক্ষেত্রে মনে রাখা দরকার যে জিও, এয়ারটেল প্রমুখেরা দীর্ঘ সময় জুড়ে পরিষেবা প্রদানের মাধ্যমে দেশীয় বাজারে নিজেদের শিকড় অনেকটাই পোক্ত করেছে যা তাদের এগিয়ে থাকতে বিশেষ সহায়তা করবে। অপরপক্ষে ব্যবসা বাড়ানোর জন্য আদানি গোষ্ঠীকে সর্বপ্রথম উন্নত পরিষেবা সরবরাহের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। এছাড়া তাদের পক্ষে জিও বা এয়ারটেলের যথাযোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা কোনোমতেই সম্ভব হবেনা।

তবে নতুন হলেও আদানি গ্রুপ বিভিন্নভাবে রিলায়েন্স জিও, এয়ারটেলদের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। মনে রাখা দরকার যে নবাগত 5G নেটওয়ার্কের সাথে সবক'টি বেসরকারি অপারেটরই বি২বি (B2B) তথা এন্টারপ্রাইজ ব্যবসা-ক্ষেত্রে জাঁকিয়ে বসার মতলব করছে। মোটা মূলধন ও সম্পদ সহ 5G স্পেকট্রাম নিলামে অংশ নিতে উদ্যত আদানি গ্রুপ বিদ্যমান টেলকোগুলির (Jio বা Airtel) এই পরিকল্পনাকে কিছুটা হলেও ধাক্কা দেবে বলেই আমাদের ধারণা।

আদানি গ্রুপের আবির্ভাব ভয় বাড়াচ্ছে Vi -এর

এছাড়া আদানি গ্রুপের আচমকা আগমনে স্পেকট্রামের দর যথেষ্ট বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এতে জিও, এয়ারটেলের থেকেও বেশি বিপাকে পড়বে ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vi)। এমনিতেই উক্ত সংস্থাটি নিদারুণ অর্থসংকটে ভুগছে। এর উপর আদানি গ্রুপের আবির্ভাব স্পেকট্রাম নিলাম থেকে তাদের দূরে নিয়ে যেতে পারে যা সংস্থাটির পক্ষে মোটেও ভালো সংকেত নয়।

Show Full Article
Next Story