Netflix, Amazon কে টেক্কা দিতে নিজস্ব OTT প্ল্যাটফর্ম আনছে মুকেশ আম্বানি ও গৌতম আদানি

ওটিটি (OTT) ব্যবসায় বিপুল বিনিয়োগের পথে হাঁটছেন বর্তমান বিশ্বের দুই অন্যতম ধনকুবের ব্যক্তিত্ব মুকেশ আম্বানি ও গৌতম আদানি। মুখ্যত নেটফ্লিক্স (Netflix) এবং অ্যামাজন প্রাইম (Amazon…

ওটিটি (OTT) ব্যবসায় বিপুল বিনিয়োগের পথে হাঁটছেন বর্তমান বিশ্বের দুই অন্যতম ধনকুবের ব্যক্তিত্ব মুকেশ আম্বানি ও গৌতম আদানি। মুখ্যত নেটফ্লিক্স (Netflix) এবং অ্যামাজন প্রাইম (Amazon Prime) -এর মুখের গ্রাস কেড়ে নিতেই উক্ত শিল্পপতিদ্বয় এবার দেশীয় গণমাধ্যমের জগতে প্রবেশ করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। এজন্য ভবিষ্যতে ওটিটি-প্রেমীদের মধ্যে বিনোদন সংগ্রহের বিকল্প যেমন বৃদ্ধি পাবে, তেমনই বিদ্যমান প্ল্যাটফর্মগুলির অন্দরে তীব্র হবে দর্শক আকর্ষণের প্রতিযোগিতা। ফলে সব মিলিয়ে ওটিটি (OTT) ব্যবসায় আম্বানি ও আদানির নয়া বিনিয়োগ ভাবনাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

Viacom18 প্ল্যাটফর্মে প্রায় ১৩,৫০০ টাকা বিনিয়োগ – OTT বাণিজ্যের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে চলেছেন আম্বানি, আদানি

জানিয়ে রাখি, ওটিটির দুনিয়ায় পা রাখার শুরুতেই প্যারামাউন্ট গ্লোবাল ও আম্বানির স্থানীয় যৌথ প্ল্যাটফর্ম ভায়াকম১৮ মিডিয়া (Viacom18 Media Pvt.), জেমস মার্ডক সমর্থিত বোধি ট্রি সিস্টেমস (Bodhi Tree Systems) -এর থেকে ইতিমধ্যে পুরো ১.৮ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩,৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে। অন্যদিকে আবার আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে যে ওটিটি ব্যবসায় মুনাফা লুটতে তারা আগামী কিছুদিনের মধ্যেই নতুন প্ল্যাটফর্ম সহ জনসমক্ষে আসবে।

স্পষ্টত বোঝা যাচ্ছে ভায়াকম১৮ মিডিয়ায় বিনিয়োগ এবং আদানির নতুন মিডিয়া প্ল্যাটফর্ম গড়ে তোলার ডাক – আগামীদিনে এই দুইয়ের দ্বারাই ভারতে ওটিটি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে চলেছে। তাছাড়া এর ফলে স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যথেষ্ট পরিবর্তন আসতে পারে বলে কারো কারো অভিমত।

একথা আগেই বলেছি যে মুকেশ আম্বানির মালিকানাধীন Reliance Industries Ltd. প্রধানভাবে তাদের Network18 Media & Investments Ltd. -কে কাজে লাগিয়েই গনমাধ্যম তথা বিনোদনের জগতে প্রবেশ করতে চলেছে। সেক্ষেত্রে বোধি ট্রি -র পক্ষ থেকে ভায়াকম১৮ মিডিয়া যেমন ১৩,৫০০ কোটি টাকা উসুল করেছে, তেমনভাবেই রিলায়েন্সের অপর এক সহায়ক গোষ্ঠীর থেকে তারা সংগ্রহ করেছে ২১৬ মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ২১.৬০ কোটি টাকা। এই বিপুল বিনিয়োগের সাথে ভায়াকম১৮ সম্প্রতি SonyLIV, Amazon, Disney প্রমুখদের সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের (IPL) ব্রডকাস্টিং স্বত্ব কেনার লড়াইয়ে নামতে চলেছে। এজন্য উপরোক্ত সংস্থাগুলি ৫০০ কোটি টাকা পর্যন্ত দর দিতে পারে বলে আমাদের অনুমান।