15000 টাকার কমে বেস্ট 5G মোবাইল ফোন, মোটোরোলা, রেডমি ও ভিভো আছে লিস্টে

Nothing CMF Phone 1 ফোনে পাবেন ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম।

Suvrodeep Chakraborty 19 Nov 2024 1:36 PM IST

স্মার্টফোনের বাজার এখন উপচে পড়ছে 5G হ্যান্ডেসেটে। নানা দামে, ফিচার-সহ একাধিক বিকল্প রয়েছে বাজারে। কিন্তু যাদের বাজেট ১৫ হাজার টাকা বা তার কম তাদের জন্য কোন স্মার্টফোনগুলি উপযুক্ত হবে? রেডমি থেকে ভিভো এই তালিকায় রয়েছে একাধিক স্মার্টফোন, যা আপনার মন জিতে নিতে পারে চলুন দেখে নেওয়া যাক।

১৫ হাজার টাকার মধ্যে ভালো ৫জি স্মার্টফোন

Infinix Hot 50

সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। অ্যামাজনে দাম ১১,৯৯৯ টাকা। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ এবং ৫,০০০এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। এটি ফ্লিপকার্টে আরও কম দামে পেতে পারেন।

Nothing CMF Phone 1

নাথিংয়ের সবথেকে সস্তা স্মার্টফোন। চলতি বছরেই লঞ্চ হয়েছে। অ্যামাজনে দাম ১৪,৭০৫ টাকা। এই ফোনে পাবেন ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম।

Redmi Note 13 5G

নিত্য ব্যবহারের জন্য এটিও একটি ভালো বিকল্প। ই-কমার্স সাইটে ফোনের দাম ১৪,৩৬৫ টাকা। রেডমি নোট ১৩-তে পাবেন ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬ জিবি র‍্যাম, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Motorola G45 5G

এখন অনেকেই মোটোরোলার ফোন পছন্দ করছেন। বাজেটের মধ্যে তাদের জন্য এই হ্যান্ডসেট ভালো বিকল্প হতে পারে। দাম ১৩,৫৯৯ টাকা। এতে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫,০০০এমএএইচ ব্যাটারি।

Vivo T3X 5G

ভিভো’র স্মার্টফোনের দাম ১৪,২০২ টাকা (অ্যামাজন)। ফোনে ফিচার রয়েছে ৬.৭২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ৪ জিবি/৮ জিবি র‍্যামের বিকল্প, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর এবং ৬,০০০এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি।

Show Full Article
Next Story