Super Meteor স্রেফ ট্রেলার, আরও তিনটি 650cc বাইক লঞ্চের জন্য রেডি করছে Royal Enfield
রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সদ্য শেষ হওয়া ‘রাইডার ম্যানিয়া’-তে তাদের ৬৫০ সিসি ফ্ল্যাগশিপ ক্রুজার মোটরসাইকেল Super...রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সদ্য শেষ হওয়া ‘রাইডার ম্যানিয়া’-তে তাদের ৬৫০ সিসি ফ্ল্যাগশিপ ক্রুজার মোটরসাইকেল Super Meteor 650-র ঝলক দেখিয়েছে। এর বুকিং গ্রহণ শুরু হয়েছে। তবে ৬৫০ সিসি সেগমেন্টে কেবলমাত্র Super Meteor 650-ই নয়, সাথে Shotgun 650 ও Scrambler 650-ও আনার জন্য তোড়জোড় শুরু করেছে সংস্থাটি। এছাড়া তাদের আসন্ন লঞ্চের তালিকায় যোগ হয়েছে একটি নতুন ৬৫০ সিসির অ্যাডভেঞ্চার মোটরসাইকেল।
এই মডেলগুলি প্রতিটি সংস্থার বিদ্যমান Interceptor 650 ও Continental GT 650-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। কিন্তু অ্যাডভেঞ্চার মডেলটির চ্যাসিসে সামান্য পরিবর্তন ঘটানো হতে পারে। রিপোর্টে দাবি করা হয়েছে, বাইকটির ফিচারের তালিকায় অফ-রোডিংয়ের জন্য ওয়্যার স্পোক অ্যালয় হুইল, দীর্ঘ হ্যান্ডেলবার এবং অ্যাডভেঞ্চার পজিশন থাকবে।
এছাড়া RE Adventure-এ বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আপসোয়েপ্ট হাই মাউন্টেড এগজস্ট এক্সিস্ট এবং একটি রিয়ার লাগেজ র্যাক দেওয়া হবে। ওজনের লিক থেকে এটি Interceptor (২০০ কেজি) এবং Super Meteor (২৪০ কেজি)-কেও ছাপিয়ে যাবে। মনে করা হচ্ছে এটি SG650 কনসেপ্ট মডেলের উপর ভিত্তি করে তৈরি হবে। এতে গোলাকৃতি হেডল্যাম্প, রিয়ার ভিউ মিরর এবং টেল লাইট দেওয়া হবে।
এদিকে রয়েল এনফিল্ড ব্রিটেনের রাস্তায় একটি নতুন স্ক্র্যাম্বলার ৬৫০ মডেলের টেস্টিং চালাচ্ছে। ৬৫০ সিসি রেঞ্জের সাথে বেশ কিছু অ্যাক্সেসরিজ এবং কাস্টমাইজেশনের বিকল্প অফার করবে কোম্পানি। এতে রয়েছে একটি ২-ইন্টু-১ এগজস্ট পাইপ, যা রয়্যাল এনফিল্ডের লাইনআপে এই প্রথম। এতে উপস্থিত ৬৫০ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন থেকে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। ব্রেকিংয়ের জন্য ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় ডিস্ক ব্রেকের দেখা মিলতে পারে।