AI: ফাইনের নামে ঘুষের যথেচ্ছাচার আর নয়, চলে এল রোবট পুলিশ, চারিদিকে রাখবে কড়া নজর

মানবজাতি গুহা জীবন কাটিয়ে এসেছে বহু যুগ আগে – এখন ক্যালেন্ডারে চলছে ২০২৩ সাল। এই সময়ে স্মার্টফোন বা ইন্টারনেট আমাদের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে পড়েছে,…

মানবজাতি গুহা জীবন কাটিয়ে এসেছে বহু যুগ আগে – এখন ক্যালেন্ডারে চলছে ২০২৩ সাল। এই সময়ে স্মার্টফোন বা ইন্টারনেট আমাদের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে পড়েছে, শুধু তাই নয় এখন রোজদিনের জটিলতা কাটিয়ে একের পর এক চমক দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI। বলতে গেলে গোটা পৃথিবী বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার চর্চা, বিকাশ এবং ব্যবহারের কারণে যাচ্ছে অটোমেশনের দিকে। তবে এবার AI-এর এমন এক কামালের কথা সামনে এসেছে, যার কথা জানলে আপনি একইসাথে বিস্মিত এবং আশ্বস্ত হবেন! আসলে এতদিন অবধি AI-এর নানা কারিকুরি এবং ChatGPT নিয়ে মাতামাতি চলেছে, কিন্তু সম্প্রতি লাইমলাইটে এসেছে AI-চালিত পুলিশ রোবট। আশা করা হচ্ছে ট্রাফিক সামলানো থেকে নিরাপত্তার দায়িত্ব ইত্যাদি পুলিশের যাবতীয় কাজ এই রোবট পালন করবে।

আগামী দিনে চাকরি যাবে পুলিশ কর্মীদের?

এআই বা চ্যাটজিপিটির বাড়বাড়ন্তের কারণে সাধারণ মানুষ বেকার হয়ে পড়বে, এমন আশঙ্কা ইতিমধ্যে অনেকেই প্রকাশ করেছেন। তবে এবার যদি পুলিশের কাজও রোবট সামলাতে শুরু করে, তাহলে একদিকে যেমন পুলিশ কর্মীদের ফাইন নেওয়া, মানুষকে কার্যত বিনা কারণে হয়রানি করার মতো যথেচ্ছাচার কমবে তেমনি আবার অনেককেই চাকরিচ্যুত করা হতে পারে। যদিও এই বিষয়টি এত তাড়াতাড়ি সম্ভব হবেনা।

সিঙ্গাপুর থেকে কাজ শুরু করছে পুলিশ রোবট

এই বছরের শুরুতে নিউইয়র্ক পুলিশ বিভাগ অর্থাৎ এনওয়াইপিডি (NYPD) ঘোষণা করে যে তারা শহরে টহল দেওয়ার জন্য রোবট ব্যবহার করবে। যদিও সিঙ্গাপুর ২০১৮ সাল মানে গত পাঁচ বছর ধরে সেখানের চাঙ্গি বিমানবন্দরে স্বায়ত্তশাসিত পুলিশ ট্রায়াল হিসেবে ব্যবহার করছে। তাই আগামীদিনে ভারতে তথা গোটা দুনিয়ায় রজনীকান্তের সিনেমার বাস্তব রূপায়ণ দেখতে পাওয়াটা অস্বাভাবিক নয়!

কেমন হবে রোবট পুলিশ?

দ্য স্ট্রেইটস টাইমসের রিপোর্ট অনুযায়ী, রোবট পুলিশে আগে থেকে ক্যামেরা, সেন্সর, সাইরেন ইত্যাদি দেওয়া থাকবে। মূলত এই ধরণের রোবট প্রায় পাঁচ ফুট লম্বা হবে এবং এতে ৩৬০ ডিগ্রি ভিউয়ের ফিচার বিশিষ্ট অনেকগুলো ক্যামেরা থাকবে; এর সাথে থাকবে বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন সুবিধা। ফলে একদিকে যেমন পুলিশ রোবট এর আশেপাশের সমস্ত ঘটনা রেকর্ড করতে পারবে, তেমনই আমি-আপনি মানব পুলিশের মতোই এর সাথে কথোপকথন করতে পারব।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন