Indian Airbag Market: যাত্রী সুরক্ষায় কড়া হওয়ার সুফল, দেশের এয়ারব্যাগ শিল্প পৌঁছবে 7,000 কোটি টাকায়

দেশের এয়ারব্যাগ শিল্পের জন্য সুখবর শোনাল উপদেষ্টা সংস্থা ইক্রা (ICRA)। তাদের দ্বারা চালানো সমীক্ষায় দাবি করা হয়েছে, ২০২৭...
techgup 28 Dec 2022 7:11 PM IST

দেশের এয়ারব্যাগ শিল্পের জন্য সুখবর শোনাল উপদেষ্টা সংস্থা ইক্রা (ICRA)। তাদের দ্বারা চালানো সমীক্ষায় দাবি করা হয়েছে, ২০২৭ অর্থববর্ষ নাগাদ ভারতের এয়ারব্যাগ মার্কেট ৬,০০০ থেকে ৭,০০০ কোটি টাকায় পৌঁছবে। যার অঙ্ক বর্তমানে ২,৪০০ থেকে ২,৫০০ কোটি টাকা।

ইক্রার দাবি অনুযায়ী, এই বাজার আগামী চার বছর ২৫-৩০ বার্ষিক সিএজিআর হারে বৃদ্ধি হবে। আসলে ভারত সরকার যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে গাড়িতে এয়ারব্যাগ বাধ্যতামূলক ভাবে বৃদ্ধির জন্য নীতি এনেছে। যা ছোট গাড়ির ক্ষেত্রেও কার্যকর হবে। আর তারই সুফল ভোগ করবে এই শিল্প।

উল্লেখ্য, ২০২৩-এর অক্টোবর থেকে দেশের সমস্ত প্যাসেঞ্জার গাড়িতে অন্তত ৬টি এয়ারব্যাগ থাকা আবশ্যক বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। ফলে গাড়ি নির্মাতাদের প্রয়োজন হবে আরও বেশি এয়ারব্যাগের। যা এই শিল্পের উন্নতিতে অনুঘটকের কাজ করবে।

Show Full Article
Next Story